ভাইকিংদের গুপ্তধন খুঁজে পেয়েছে ১৩ বছরের কিশোর
১৩ বছর বয়সী এক ছেলে নিজের শিক্ষকের সঙ্গে মিলে খুঁজে বের করতে সাহায্য করেছে ভাইকিংদের গুপ্তধন। তারা এমন এক মুদ্রা খুঁজে পেয়েছে, যা শত শত মুদ্রা ও অন্যান্য লুকানো ট্রেজার বা বস্তু আবিষ্কারে নির্দেশনা দিয়েছে। যেগুলো সম্ভবত এক হাজার বছর আগে কোনো ভাইকিং রাজা মাটির নিচে রেখে দিয়েছিলেন। জার্মানির রুগেন দ্বীপের একটি মাঠে ভাইকিং মুদ্রাগুলো পাওয়া গেছে।
গত জানুয়ারিতে লুকা মালাশনিৎসচেঙ্কো ও তার শিক্ষক রেনে শন জার্মানির রুগেন দ্বীপের একটি মাঠে মেটাল ডিটেক্টর দিয়ে অনুসন্ধান করছিলেন। এই শিক্ষকের শখের বিষয় প্রত্নতত্ত্ব। কিশোরটি মুদ্রা খুঁজে পাওয়ার পর মনে করেছিল অ্যালুমিনিয়ামের আবর্জনার টুকরা।
পরে দুজন মিলে ধাতব টুকরাটি পরিষ্কার করে। দেখা গেল, এটি একটি রৌপ্যমুদ্রা। তখন তারা বুঝতে পারে তারা গুরুত্বপূর্ণ কিছু একটা খুঁজে পেয়েছে। শন বলেছেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে বড় আবিষ্কার।’
সরকারি প্রত্নতত্ত্ব অফিস শন এবং কিশোরকে তাদের খুঁজে পাওয়া মুদ্রার বিষয়টি গোপন রাখতে বলেছিল। প্রত্নতত্ত্ব অফিস এলাকাটি গোপনে খনন করার জন্য পরিকল্পনা করতে চেয়েছিল।
এক সপ্তাহের মধ্যে প্রত্নতাত্ত্বিকেরা খনন শুরু করেন। তাঁরা এই কিশোর ও তার শিক্ষককে তাঁদের সাহায্য করার অনুমতি দেন। এই মাঠে খনন করে শত শত রৌপ্যমুদ্রা, আংটি, মুক্তা ও অন্যান্য বস্তু পাওয়া যায়। জিনিসগুলো এক হাজার বছরের বেশি পুরোনো। সবচেয়ে পুরোনো মুদ্রাটি ৭১৪ সালের।
বিজ্ঞানীদের ধারণা, গুপ্তধনটি ডেনমার্কের রাজা হ্যারাল্ড ব্লাট্যান্ড গোর্মসনের। রাজা হ্যারাল্ড ছিলেন ভাইকিং রাজা। তিনি ডেনমার্কের জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। তবে জীবনের শেষ দিকে তিনি নিজ এলাকা থেকে চলে যেতে বাধ্য হন। তিনি পোমেরানিয়া নামে একটি অঞ্চলে গিয়েছিলেন, যার মধ্যে রুগেন দ্বীপও রয়েছে।
সূত্র: কিডস নিউজ