সাইকেল চালিয়ে অ্যান্টার্কটিকা পাড়ি দিয়েছেন যিনি

বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকাপ্রতীকী ছবি: রয়টার্স
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৭ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

আজকের এই দিনে : ২৭ ডিসেম্বর 

বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকায় সাইকেল চালাতে কেমন লাগবে? একবার ভেবে দেখো, এমন চ্যালেঞ্জ কি তুমি নিতে প্রস্তুত? এমনই প্রায় অসম্ভব একটি কাজ প্রথম করার সাহস দেখিয়েছিলেন ব্রিটিশ অভিযাত্রী মারিয়া লেইজারস্টাম। ২০১৩ সালের আজকের এই দিনে তিনি সাইকেল চালিয়ে অ্যান্টার্কটিকার উপকূল থেকে দক্ষিণ মেরু পাড়ি দেন।

তাঁর এই অভিযান ছিল একেবারেই ব্যতিক্রমী। বিশেষভাবে নকশা করা তিন চাকার একটি মোটা-টায়ারের সাইকেল ব্যবহার করে প্রচণ্ড ঠান্ডা, তীব্র বাতাস এবং বরফাচ্ছাদিত পথ পাড়ি দিতে হয়েছে তাঁকে। মারিয়া তার এই অভিযান শুরু করেন নোভোলজারস্কি থেকে। প্রায় ১০ দিন ধরে প্রতিদিন ৭০ মাইল (১১২ কিলোমিটার) পাড়ি দিয়ে অবশেষে দক্ষিণ মেরুতে পৌঁছান এই অভিযাত্রী।

এছাড়াও আজকের এই দিনে আবিষ্কার হয়- ‘কেভ অব স্যালোস’, বিশ্বের অন্যতম গভীর গুহাখাদ। ১৯৬৬ সালে এটি আবিষ্কৃত হয়। 

আরও পড়ুন