জানুয়ারি তুমি কেন আসো তাড়াতাড়ি?
বছরের শুরুতেই কি তোমার বাড়ি?
নতুন বছরে সব কাজ হয় তোমাকে দিয়েই শুরু?
অন্য সকল মাসের সামনে তুমি কি একলাই গুরু?
আর সব মাস তোমাকে দেখে কি খুব ভয় পেয়ে যায়?
এ জন্যই কি বছর শুরুতে তোমাকে সবাই চায়?
তোমাকে দেখেই ভয় থাকে না কেন, আর কী কারণ আছে?
নাকি সকলেই তোমার ভক্ত, ভালোবাসাটাই যাচে?
যা হোক, তুমি বছরে প্রথম মাস
তুমি শুধু শুভ নববর্ষই ব্যস...।
আরও পড়ুন