উবারচালকের প্রথম দিন

ছবি: এআই আর্ট

একজন যাত্রী গুলিস্তান আর কত দূর জানার জন্য উবার চালকের কাঁধে টোকা দিলেন। চালক সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অল্পের জন্য একটি বাসকে ধাক্কা দিয়ে বসা থেকে রক্ষা পেল। গাড়ি উঠে গেল কারওয়ান বাজারের ফুটপাতে। রাস্তার পাশের একটা কার্টে আরেকটু হলেই ধাক্কা লেগে যেত। কার্টের জানালা থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে গাড়ি থামিয়ে পেছনে ফিরলেন চালক।

একটু দম নিয়ে চালক বললেন, ‘দেখেন, ভাই, জীবনে আর কখনো এমন করবেন না। ভয়ে আমি মরেই যাচ্ছিলাম।’

যাত্রী সরি বললেন। ‘একটা টোকায় এত ভয় পাবেন বুঝি নাই ভাই। সরি।’

চালক জবাব দিলেন, ‘ভাই, আমি সরি। আসলে আপনার দোষ না। আজকে আমি প্রথম উবার চালাচ্ছি। গত ২৫ বছর আমি লাশবাহী গাড়ি চালিয়েছি!’

আরও পড়ুন