জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১২ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
আজ ১২ জানুয়ারি, ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ৯০তম মৃত্যুদিবস। ১৮৯৪ সালের ২২ মার্চ বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই বিপ্লবী। ১৯১৯ সালের পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের গণহত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রদের মহাসমাবেশে সূর্য সেন তাঁর জোরালো বক্তৃতার মাধ্যমে উপস্থিত সবার ভেতর ব্রিটিশবিরোধী মনোভাব জাগিয়ে তোলেন। তাঁর ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা লাভ করেন। আন্দোলনের একপর্যায়ে মাস্টারদা সূর্য সেন ইংরেজ সৈন্যদের হাতে ধরা পড়লে ১৯৩৩ সালের ১৪ আগস্ট তাঁকে প্রাণদণ্ড দেওয়া হয়। এরপর ১৯৩৪ সালের ১২ জানুয়ারি মধ্যরাতে মাস্টারদা সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়।
১৯৭১ সালের এই দিনে পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীকালে ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হলে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়, যা বর্তমানে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ নামে পরিচিত।
১৯৭২ সালের এই দিনে বিচারপতি আবু সাঈদ চৌধুরী স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।
২০০২ সালের এই দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের যাত্রা শুরু হয়।
২০০৪ সালের এই দিনে বিশ্বের সর্ববৃহৎ সামুদ্রিক জাহাজ আরএমএস কুইন মেরি-২ প্রথমবারের মতো যাত্রা শুরু করে।