কীভাবে পেলাম ইয়ো-ইয়ো

ইয়ো–ইয়ো খেলনাটির চল ৪৪০ খ্রিষ্টপূর্বাব্দে!কোলাজ: প্রথম আলো
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২০ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

ইয়ো-ইয়ো হলো ছোটদের চমৎকার একটি খেলনা। গোলাকার কাঠ বা প্লাস্টিকের চাকতির মাঝখানে লম্বা সুতা প্যাঁচানো, দেখতে খুবই সাধারণ এই ইয়ো-ইয়ো। তবে এই ইয়ো-ইয়োর ইতিহাস বেশ সমৃদ্ধ। ধারণা করা হয়, এর প্রচলন হয়েছিল প্রাচীন গ্রিসে, প্রায় ৫০০ খ্রিষ্টপূর্বাব্দে। তবে আধুনিক ইয়ো-ইয়োর পেটেন্ট প্রথম নেন যুক্তরাষ্ট্রের জেমস এল হ্যাভেন ও চার্লেস হ্যাট্রিক। ১৮৬৬ সালের আজকের এই দিনে।

তাঁদের নকশা করা ইয়ো-ইয়ো ছিল মূলত কাঠের চাকতি এবং কাপড়ের সুতার সমন্বয়ে তৈরি। সুতা ধরে দ্রুত টান দিলে চাকতি ঘুরতে শুরু করে এবং মাধ্যাকর্ষণ শক্তির কারণে নিচের দিকে নামতে থাকে। আবার সেটি ওপরে উঠে আসে। এটিই হলো ইয়ো-ইয়ো।

পরবর্তী সময়ে ১৯২৮ সালে ফিলিপিনো আমেরিকান ব্যবসায়ী পেড্রো ফ্লোরেস এই খেলনার নকশা আরও উন্নত করে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেন। ‘লুপিং মেকানিজম’ নামে পরিচিত ধারণাকে কাজে লাগিয়ে তিনি একটি নতুন ধরনের ইয়ো-ইয়ো তৈরি করেন।

১৯৩০-এর দশকে ডোনাল্ড ডানকান নামের একজন উদ্যোক্তা ফ্লোরেসের সংস্থাটি কিনে নেন এবং ‘ডানকান’ ব্র্যান্ডের অধীনে বিশ্বজুড়ে ইয়ো-ইয়োকে পরিচিত করান। অল্প সময়েই এই খেলনা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

১৮৮৬ সালের এই দিনে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমস সিরিজের প্রথম বইটি প্রকাশিত হয়। ব্রিটিশ লেখক স্যার আর্থার কোনান ডয়েল রচিত প্রথম এই বইয়ের নাম ‘এ স্টাডি ইন স্কারলেট’।

আরও পড়ুন