যেভাবে বানাবে টুকটুকে লাল মোজা

১. বরাবরের মতো প্রথমে এক পিঠে লাল রং করা একটি বর্গাকার কাগজ নাও। তিরচিহ্ন বরাবর কাগজটি ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।  

২. এবার বাঁ পাশের ওপর-নিচে ডটলাইন করা চিকন অংশটি তিরচিহ্ন বরাবর পেছনের দিকে ভাঁজ করো।    

৩. দুই পাশের ডটলাইন করা অংশ দুটি তিরচিহ্ন বরাবর মাঝের দিকে ভাঁজ করো।  

আরও পড়ুন

৪. ডটলাইন করা ওপরের অংশটি তিরচিহ্ন বরাবর নিচের দিকে ভাঁজ করো।   

৫. পুনরায় ডটলাইন করা দুই পাশের অংশ দুটি তিরচিহ্ন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।    

৬. ডান পাশের ডটলাইন করা অংশটি তিরচিহ্ন বরাবর নিচের দিকে ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।     

আরও পড়ুন

৭. এবার ডট করা অংশটি ভাঁজ খুলে ভেতর দিক দিয়ে নিচের দিকে এমনভাবে নামাও, যাতে ৮ নম্বর চিত্রের মতো হয়। 

৮. এবার ডট করা নিচের অংশটি ওপরে উঠিয়ে নাও। 

এখানে মাঝে দুটি ডটলাইন করা ত্রিভুজাকার অংশ ও ওপরে দুটি ডটলাইন আছে। ত্রিভুজাকার অংশ দুটি ওপরের ডটলাইন বরাবর বাইরের দিকে এমনভাবে ভাঁজ করো, যাতে ৯ নম্বর চিত্রের মতো পাও।

৯. এবার ডট করা বাঁ পাশের অংশটি ডানে ভাঁজ করো।

১০. ডট করা ছোট্ট অংশ দুটি পেছনের দিকে ভাঁজ করো।  

১১. ডান পাশের ছোট্ট অংশটি পেছনের দিকে ভাঁজ করো।   

১২. পুরো কাগজটি আবারও ঘুরিয়ে নাও।

১১. এই তো পাওয়া গেল কাঙ্ক্ষিত মোজার দেখা। মোজা বলো আর জুতা বলো দুটি ছাড়া যখন চলে না, তখন একইভাবে আরেকটা মোজা বানিয়ে নাও। রোজ সকালে স্কুলে যাওয়ার সময় যখন মোজা পরতে হয়, তখন এমন এক জোড়া কাগুজে মোজা তোমার কাজে আসে কি না, পরখ করে দেখতে পারো। 

আরও পড়ুন