প্রবলেম সলভিংয়ের জগতে স্বাগত
বইয়ের নাম: গণিত অলিম্পিয়াড প্রস্তুতি: প্রাইমারি ক্যাটাগরি
লেখক: আবির শাফী বিন্দু, মো. আল-আমিন (আশিক)
যারা সদ্য প্রবলেম সলভিংয়ের জগতের সঙ্গে পরিচিত হচ্ছ অথবা যারা প্রবলেম সলভিংয়ের আরও মজার মজার পথ জানতে চাও, সবার জন্য নতুন বছরে চমৎকার এক উপহার এই বই। বইয়ের সমস্যাগুলোর মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা চিন্তার জগতে আরও এক ধাপ এগিয়ে যাবে। একইভাবে গণিত অলিম্পিয়াড প্রস্তুতি: জুনিয়র ক্যাটাগরি বইটিও উল্টে দেখতে পারো।
আরও পড়ুন