ফুটবল কিংবদন্তি পেলের জন্মদিন

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলেফাইল ছবি
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৩ অক্টোবর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

পুরো নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। সবাই তাঁকে চেনে পেলে নামে। ফুটবল বিশ্বে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পরিচিত ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার। আজ তাঁর জন্মদিন। ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের ট্রেস কোরাকোয়েস নামের ছোট এক শহরে সাধারণ এক পরিবারে জন্ম তাঁর।

শৈশব থেকেই ফুটবলের প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ। সেই আগ্রহ থেকেই মাত্র ১৫ বছর বয়সে সান্তোস নামের এক ক্লাবে যোগ দেন। সেখান থেকেই খুব অল্প সময়ে ফুটবলে তাঁর অসাধারণ প্রতিভা সবার নজরে আসে।

এর দুই বছর পর, ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি প্রথম বিশ্বকাপে খেলেন। সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দুটি গোল করে ব্রাজিলকে চ্যাম্পিয়নের শিরোপা এনে দেন। এটি ছিল তাঁর প্রথম বিশ্বকাপ জয়, পরবর্তী সময়ে ১৯৬২ এবং ১৯৭০ সালে আরও দুটি বিশ্বকাপও ব্রাজিলের ঝুলিতে তুলে নেন। ফুটবলের মাঠে তাঁর অসাধারণ নৈপুণ্য, ক্ষিপ্রতা এবং অতুলনীয় দক্ষতা তাঁকে বিশ্বব্যাপী কিংবদন্তির মর্যাদা দিয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে ৮২ বছর বয়সে ফুটবলের এই জাদুকর পৃথিবী থেকে বিদায় নেন।

২০১৮ সালের আজকের এই দিনে চালু হয় সাগরের ওপর নির্মিত বিশ্বের অন্যতম দীর্ঘ সেতু হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু। এর দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার বা প্রায় ৩৪ মাইল। চীনের মূল ভূখণ্ডের সঙ্গে হংকংকে সংযুক্ত করে এই সেতু।

আরও পড়ুন