জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৮ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
লেগো কিংবা ব্লক তো সবাই চেনো। ছোটবেলার সেই চারকোনা ব্লকগুলোর সঙ্গে মিল রেখে ২০১১ সালে তৈরি করা হয় একটি অনলাইন গেম। নাম মাইন ক্র্যাফট। ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অনলাইন গেম এই মাইন ক্র্যাফট, যা এখন পর্যন্ত ৩০ কোটির বেশিবার বিক্রি হয়েছে। এভাবে গেমটি গড়েছে বিশ্ব রেকর্ড। ২০১১ সালের আজকের এই দিনে বাজারে এসেছিল গেমটি। সুইডেনের ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ‘মোজাং স্টুডিও’র তৈরি এই গেম খুব দ্রুত বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে।
মাইন ক্র্যাফটের একটি বিশেষত্ব হচ্ছে, এর কোনো নিজস্ব লক্ষ্য নেই। গেমার নিজের মতো করে সাজিয়ে এই গেম খেলতে পারেন। এর মধ্যে নিজের পেশা, আশপাশের পরিবেশসহ সবকিছুতেই গেমারের স্বাধীনতা রয়েছে পুরোপুরি। মাইন ক্র্যাফটের দুনিয়া বিভিন্ন অঞ্চলে বিভক্ত। যেগুলো ‘বায়োম’ নামে পরিচিত। এমন ৬৪টি বায়োম নিয়ে তৈরি হয়েছে এই জনপ্রিয় গেম।
অন্য দিকে ১৯১০ সালের আজকের এই দিনে যুক্তরাজ্যের লন্ডনে ভোটের অধিকারের দাবিতে বিক্ষোভে নামেন কয়েক শ নারী। সেখানে হঠাৎ হামলা চালায় পুলিশ ও বিরোধীরা। এই বিক্ষোভ ইতিহাসে ‘ব্ল্যাক ফ্রাইডে প্রোটেস্ট’ নামে পরিচিত।