আম্মু, তোমাকে বলছি

প্রিয় আম্মু,

হঠাৎ করেই তোমাকে নিয়ে কিছু লিখতে ইচ্ছা করল। জানো, সেদিন নামাজ শেষে দোয়া করার সময় মনে হলো, আসলে, কী কারণে আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই? তারপর মনে হলো, চাকচিক্য কিংবা আভিজাত্যের জন্য নয়, বরং আম্মুর জন্যই আমি বেঁচে থাকতে চাই। অক্সিজেন ছাড়া কয়েক সেকেন্ড বাঁচতে পারলেও তোমাকে ছাড়া আমি কখনোই বাঁচব না। এসব চিন্তার পর তোমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়লাম। নতুন বছর উপলক্ষে তোমাকে উৎসর্গ করেই লিখলাম এই চিঠি।

(কিআতে এই লেখা প্রকাশিত হলে বিভিন্ন ম্যাগাজিনে আমার নাম মোট ১০ বার ছাপা হবে। আম্মু, তুমি বলেছিলে, ১০ বার হলে তুমি কেক কেটে এটা উদ্‌যাপন করবে আর কেকের সামনে আমার প্রকাশিত লেখাগুলো থাকবে। আসলে আমার লেখালেখির পেছনে তোমার উৎসাহই সবচেয়ে বেশি আর কিআর সঙ্গে পরিচয় তো তুমিই করালে। তোমাকে নিয়ে লেখা এই ১০ নম্বর লেখাটা প্রকাশিত হলে খুব ভালো হতো, তাই না?)

লেখক: একাদশ শ্রেণি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া

আরও পড়ুন