জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৪ সেপ্টেম্বর ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
১৪ সেপ্টেম্বর ১৯৩৯। আমেরিকার কানেকটিকাটের স্ট্রাটফোর্ড শহরে মানবজাতির কল্যাণে রচিত হয়েছিল নতুন ইতিহাস। স্ট্রাটফোর্ডের আকাশে সেদিন উড়েছিল বিশ্বের প্রথম প্র্যাকটিক্যাল বা কার্যকর হেলিকপ্টার। ভিএস-৩০০ মডেলের সেই হেলিকপ্টার নিয়ে আকাশে উড়াল দিয়েছিলেন সেটির রুশ–আমেরিকান নকশাকার ইগর সিকোরস্কি। মাত্র কয়েক সেকেন্ড আকাশে স্থায়ী হয়েছিল ভিএস–৩০০ মডেলের হেলিকপ্টারটি।
প্রথম সে হেলিকপ্টারটি নির্মাণ করেছিল ইউনাইটেড এয়ারক্র্যাফট করপোরেশনের ভট-সিকোরস্কি এয়ারক্র্যাফট ডিভিশন। পরবর্তী বছর অর্থাৎ ১৯৪০ সালের মে মাসে হেলিকপ্টারটি প্রথম ফ্লাইট নিয়ে রওনা হয়, যদিও সেটি ছিল সম্পূর্ণ বিনা মূল্যে। এ মডেলটির নকশার ওপর ভিত্তি করে এরপর সারা বিশ্বে হেলিকপ্টার নির্মাণ শুরু হয়। বর্তমানে ভি-৩০০ হেলিকপ্টারটি হেনরি-ফোর্ড জাদুঘরে রাখা আছে।
কমোড চুরি
আজকের দিনে নাকি চুরি হয়ে গিয়েছিল ১৮ ক্যারেট সোনায় তৈরি একটি টয়লেট অথবা কমোড! অদ্ভুত শোনালেও সত্যি এটি ঘটেছিল যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেসে আয়োজিত একটি প্রদর্শনীতে। ‘আমেরিকা’ নামের বিশেষ এই টয়লেট ব্যবহারের জন্য একজন দর্শনার্থী সময় পেতেন তিন মিনিট করে। স্বর্ণের এই কমোডের মূল্য ছিল প্রায় ৫০ লাখ ডলার।