বিশ্ব টয়লেট দিবস কীভাবে এল

জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৯ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

আজ বিশ্ব টয়লেট দিবস। ২০০১ সাল থেকে প্রতিবছর পালিত হয়ে আসছে দিনটি। সেই বছর ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের (WTO) প্রতিষ্ঠাতা জ্যাক সিম এ উদ্যোগ গ্রহণ করেন। ২০১৩ সালে জাতিসংঘ বিশ্ব টয়লেট দিবসকে একটি আনুষ্ঠানিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্বজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং সঠিক টয়লেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনটি পালন করা হয়।

বিশ্বে এখনো প্রায় ৩৬০ কোটি মানুষ নিরাপদ স্যানিটেশনের সুবিধা থেকে বঞ্চিত। উন্নয়নশীল দেশগুলোতে বিশুদ্ধ পানির অভাব, একই সঙ্গে অপরিকল্পিত স্যানিটেশনব্যবস্থার কারণে দেখা দেয় নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। ফলে কলেরা, ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে প্রতিনিয়ত। এই বিষয়গুলো মাথায় রেখে নিরাপদ স্যানিটেশনের লক্ষ্যে পালিত হয় টয়লেট দিবস।

১৯৬৯ সালের এই দিনে ফুটবলার পেলে তাঁর ফুটবল ক্যারিয়ারের হাজারতম গোলটি করেন। তাঁর মোট গোলের সংখ্যা ১ হাজার ২৭৯। এর মাধ্যমে বিশ্ব রেকর্ড করেন কিংবদন্তি।

আরও পড়ুন