জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৩০ আগস্ট ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর মেলবোর্ন। জনসংখ্যার হিসাবে সিডনির পরেই এর স্থান। বহু আগে থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পাড়ি জমিয়েছেন এই শহরে। ফলে বহু সংস্কৃতির মিশেলে গড়ে উঠেছে এই শহর। ইয়ারা নদীর তীরঘেঁষা মেলবোর্ন শহরে আধুনিকতার পাশপাশি রয়েছে সবুজের ছোঁয়া।
১৮৩৫ সালের এই দিনে গোড়াপত্তন শুরু হয় মেলবোর্নের। ইউরোপীয় অভিবাসীদের হাত ধরে যাত্রা শুরু করে এই শহর। এই দিনটি মেলবোর্ন দিবস হিসেবে পালন করেন এই শহরের নাগরিকেরা।
ক্যামেরন ডায়াজের জন্মদিন
হলিউড জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ক্যামেরন ডায়াজ। ‘দ্য মাস্ক’, ‘চার্লিস এঞ্জেলস’ খ্যাত এই অভিনেত্রীর আজ জন্মদিন। ১৯৭২ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রে জন্ম নেন ডায়াজ। নানা সময়ে নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আসছেন ক্যামেরন ডায়াজ। সম্প্রতি ৫১ বছর বয়সে মা হয়ে আবার আরেকবার আলোচনায় আসেন তিনি। চলতি বছরের মার্চ মাসে পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।
এ ছাড়া ১৯৮৩ সালের আজকের এই দিনে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে নাসার মহাকাশ অভিযানে যান গুইওন এস ব্লুফোর্ড জুনিয়র। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর পাইলট ও নভোচারী।