জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৩ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
‘টাইমস অব ইন্ডিয়া’র প্রথম প্রকাশ
বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত ইংরেজি ভাষার সংবাদপত্রের একটি ‘টাইমস অব ইন্ডিয়া’। ১৮৩৮ সালের আজকের এই দিনে মুম্বাই থেকে সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয়। শুরুতে যদিও এটি ‘বম্বে টাইমস অ্যান্ড জার্নাল অব কমার্স’ নামে পরিচিত ছিল। মূলত সে সময়কার ব্রিটিশ ভারতের বাণিজ্যিক, রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলির খবর পরিবেশনের কাজে নিয়োজিত ছিল এটি। পরে ১৮৬১ সালে নামকরণ হয় ‘টাইমস অব ইন্ডিয়া’ এবং ধীরে ধীরে এটি ভারতের অন্যতম জনপ্রিয় সংবাদপত্রে পরিণত হয়। এটি বর্তমানে ভারতের অন্যতম বৃহত্তম মিডিয়া হাউস টাইমস গ্রুপের একটি অংশ।
অমর্ত্য সেনের জন্মদিন
১৯৩৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি একই সঙ্গে অর্থনীতিবিদ ও দার্শনিক হিসেবে পরিচিত। মূলত কেনেথ অ্যারো সামাজিক চয়ন তত্ত্বের বিকাশ ঘটিয়ে ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।
জেলহত্যা দিবস
অন্যদিকে ১৯৭৫ সালের এই দিনে জেলে হত্যা করা হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চার গুরুত্বপূর্ণ নেতাকে। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মো. মনসুর আলী এবং বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান।