সাদা ভূত
সে এক গ্রীষ্মের রাত। বিদ্যুৎ নেই। ইমন একা বসে আছে তার মা-বাবার অপেক্ষায়। আজ তার দাদি মারা গেছে। তাই মা-বাবা গেছে গ্রামে। হঠাৎ দরজায় ধাক্কা দিল কে যেন। দৌড়ে দরজা খুলতে গেল ইমন। যেই না সে তার মা-বাবা ভেবে জড়িয়ে ধরতে গেল, ওমনি দেখল যে দাঁড়িয়ে আছে, সে তার মা কিংবা বাবা নয়। দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা এক নারী। ভূতে বিশ্বাস করত ইমন। তাই সে চিৎকার করতে লাগল ‘ও বাবা, ভূত! বাঁচাও বাঁচাও!’ তখন দরজায় দাঁড়িয়ে থাকা নারীটি ইমনের মুখ চেপে ধরল। আরও ভয় পেয়ে পালানোর চেষ্টা করল ইমন। কিন্তু পালাতে পারল না। তারপর নারীটি তার মুখের কাপড় খুলে ফেলে। ইমন তখনই তাকে চিনতে পারে। সে তার মামাতো বোন সামিরা। সামিরা আপু হাসতে হাসতে বলল, ‘আরে বোকা! আমি তোর সামিরা আপু।’ ইমন তখন বলল, ‘তুমি এত রাতে আমাদের বাসায় এলে কেন আপু? আমি তো তোমাকে ভূত ভেবে সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম।’ তখন সামিরা আপু বলল, ‘তোমার মা-বাবা আমার মাকে ফোন করে বলেছিল যে তারা আজকে গ্রামেই থাকবে। তাই আমাকে তোমাদের বাসায় এসে ঘুমাতে বলেছিল।’ তারপর দুজনেই রাতে ইমনদের বাসায় ঘুমাল।
পঞ্চম শ্রেণি, দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, দিনাজপুর