একটি মেঘের ওজন প্রায় ১০ লাখ টন

মেঘছবি: আবু তাহের সোহেল

এই মজার তথ্যগুলো তোমার কাছে ‘হাস্যকরও’ মনে হতে পারে। তুমি এই মজার তথ্যগুলো জানতে কি না, মিলিয়ে নাও। আর বন্ধুদের সঙ্গে এই মজার তথ্যগুলো শেয়ার করে ওদের চমকে দিতে পারো।

একটি মেঘের ওজন প্রায় ১০ লাখ টন

মেঘ
ছবি: আবু তাহের সোহেল

একটি মেঘের আয়তন সাধারণত প্রায় এক ঘন কিলোমিটার হয়। প্রতি মিটারে মেঘ থাকে প্রায় ১ দশমিক ০০০৩ কেজি ঘনমিটার কিউব। এটি এমন এক ঘনত্ব, যা চারপাশের বাতাসের তুলনায় প্রায় ০ দশমিক ৪ শতাংশ কম। এ কারণেই মেঘ ভেসে থাকে।

মানুষের চেয়ে জিরাফের ওপর বজ্রপাত হওয়ার আশঙ্কা বেশি

জিরাফ কনজারভেশন ফাউন্ডেশনের সৌজন্যে

মানুষের চেয়ে জিরাফের ওপর বজ্রপাত হওয়ার আশঙ্কা ৩০ গুণ বেশি। অবশ্য ১৯৯৬ থেকে ২০১০ সালের মধ্যে জিরাফের ওপর মাত্র পাঁচটি মারাত্মক বজ্রপাতের ঘটনা ঘটেছে। কিন্তু এই সময়ে এ প্রজাতির সংখ্যা ছিল মাত্র ১ লাখ ৪০ হাজার। এ থেকে হিসাব করে দেখা যায়, প্রতিবছর প্রতি হাজার জিরাফের ওপর হওয়া বজ্রপাতে প্রায় ০ দশমিক ০০৩টি জিরাফ মারা যায়। যা বজ্রপাতে মানুষের মৃত্যুর হারের তুলনায় ৩০ গুণ বেশি।

দেখতে একই রকম যমজদের হাতের ছাপ আলাদা

আইডেন্টিকাল টুইনস বা দেখতে একই রকম যমজদের আঙুলের ছাপ এক রকম নয়। তাই কেউ তার যমজ ভাই-বোনকে যখন দোষ চাপিয়ে দেয় যে আমি ওটা করিনি, তখন তাদের হাতের ছাপ মিলিয়ে খুব সহজেই দোষীকে খুঁজে বের করা সম্ভব! মানুষের হাতের ছাপ আলাদা হওয়ার কারণ, মায়ের গর্ভে শিশুর বিকাশের সময় পরিবেশগত কারণ, যেমন নাভির দৈর্ঘ্য, গর্ভের অবস্থান এবং আঙুলের বৃদ্ধির হার তার আঙুলের ছাপকে প্রভাবিত করে। তখন আঙুলের ছাপ হয়ে যায় আলাদা।

আরও পড়ুন

পৃথিবীর ঘূর্ণন গতি পরিবর্তন হচ্ছে

দ্রুত ঘূর্ণায়মান একটি গ্রহ পৃথিবী
রয়টার্স

পৃথিবীর ঘূর্ণন গতি আসলে ধীরে ধীরে কমছে। এর মানে গড়ে ১টি দিনের দৈর্ঘ্য প্রতি শতাব্দীতে প্রায় ১ দশমিক ৮ সেকেন্ড বেড়ে যায়! ৬০ কোটি বছর আগে ১ দিনের দৈর্ঘ্য ছিল মাত্র ২১ ঘণ্টা।

তোমার মস্তিষ্ক ক্রমাগত নিজেকে খাচ্ছে

মস্তিষ্ক নিজেই নিজেকে খেয়ে ফেলার প্রক্রিয়াকে বলে ফ্যাগোসাইটোসিস। এ প্রক্রিয়ায় যে ছোট কোষ বা অণুগুলোকে মস্তিষ্ক থেকে অপসারণের প্রয়োজন হয়, সেগুলোকে মস্তিষ্ক আটকে ফেলে। চিন্তার কিছু নেই। ফ্যাগোসাইটোসিস ক্ষতিকারক কিছু নয়। এটা আসলে মস্তিষ্কের গ্রে ম্যাটার সংরক্ষণে সহায়তা করে।

আরও পড়ুন

প্রাণীরা মানুষের চেয়ে ভিন্নভাবে সময়কে অনুভব করে

টিকটিকি

ছোট আকারের প্রাণীদের জগৎ মানুষের তুলনায় ধীরে ধীরে চলে। যেমন তোমার বাসার দেয়ালে লেপ্টে থাকা টিকটিকির কথাই ধরা যাক। টিকটিকি বিড়াল ও কুকুরের চেয়ে ধীরে ধীরে সময় অনুভব করে। কারণ, সময়ের উপলব্ধি নির্ভর করে মস্তিষ্ক কত দ্রুত তথ্য প্রক্রিয়াজাত করতে পারে, তার ওপর।

পানি নিজে ভেজা না, অন্যকে ভিজিয়ে দেয়

বৃষ্টির পানির ফোঁটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে নয়নতারা ফুলের। নতুন বাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ৪ মে। ছবি: পলাশ বড়ুয়া

ভিজিয়ে দেওয়ার ক্ষমতা মানে কোনো তরল কোনো কঠিন পৃষ্ঠের সঙ্গে কীভাবে যুক্ত হচ্ছে, বেশির ভাগ বিজ্ঞানী এমনই মনে করেন। এভাবেই ভিজিয়ে দেওয়াকে সংজ্ঞায়িত করা হয়। এর মানে পানি নিজে ভেজা না। কঠিন পদার্থের সংস্পর্শে এলেই কেবল ভেজানোর ঘটনাটা ঘটে।

আরও পড়ুন

নেক টাই পরলে মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যেতে পারে

কালো স্যুট, সাদা শার্ট, কালো স্যাটিনের বো টাই আর জ্যাকেটের ল্যাপেলে

২০১৮ সালের এক সমীক্ষায় দেখা গেছে, নেক টাই পরলে তোমার মস্তিষ্কে রক্তপ্রবাহ ৭ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে! এর ফলে তোমার মাথা ঘোরানো, বমি বমি ভাব হতে পারে। করতে পারে মাথাব্যথাও। খুব শক্ত করে নেক টাই বাঁধা হলে তোমার চোখে চাপ বেড়ে যাবে।

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের বয়স কত?

কুকুর
প্রতীকী ছবি

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরটি বেঁচে ছিল সাড়ে ২৯ বছর। একটি কুকুরের গড় বয়স প্রায় ১০ থেকে ১৫ বছর হতে পারে। একটি অস্ট্রেলিয়ান ঘরে পালা কুকুর সবচেয়ে বেশি দিন বেঁচে ছিল। নাম ছিল ‘ব্লুই’। আর বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালটি বেঁচে ছিল ৩৮ বছর ৩ দিন। যার নাম ছিল ‘ক্রিম পাফ’।

আরও পড়ুন
১০

সূর্যে শব্দ হয়, আমরা শুনতে পাই না

নতুন সূর্য
ছবি: রয়টার্স

সূর্যে সত্যিই শব্দ হয়। তবে আমরা তা শুনতে পাই না। ‘চাপ-তরঙ্গ’ হিসেবে সূর্য একরকম শব্দ তৈরি করে। সূর্য থেকে আসা এই চাপ-তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য শত শত মাইলে পরিমাপ করা হয়। আর এই তরঙ্গ মানুষের শ্রবণশক্তির সীমার বাইরে। সুত্র: বিবিসি সায়েন্স ফোকাস

সূত্র: বিবিসি সায়েন্স ফোকাস

আরও পড়ুন