স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সংগীত নির্ধারণ

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৩ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও কুচকাওয়াজ সংগীত নির্ধারণ করা হয়। এ সময় সাধারণ মানুষের সুবিধার্থে দেশের জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ গানটিকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে নির্ধারণ করা হয়। আর কাজী নজরুল ইসলামের লেখা ‘চল চল চল’ গানটির ২১টি লাইন কুচকাওয়াজ সংগীত হিসেবে নির্ধারণ করা হয়।

১৯৭৪ সালের এই দিনে আমেরিকার ডালাসে বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর চালু হয়।

১৯৫৭ সালের এই দিনে বাংলাদেশের রবীন্দ্রসংগীতজগতের জনপ্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা জন্মগ্রহণ করেন। আজ তাঁর ৬৭তম জন্মদিন।