জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৪ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
বর্তমান বিশ্বে বড় সামরিক সংগঠনগুলোর মধ্যে ন্যাটোর নাম সবার ওপরে। এর পুরো নাম ‘নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’। ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের আজকের এই দিনে অর্থাৎ ৪ এপ্রিল গঠিত হয় এই সংগঠন। বর্তমানে এই সংগঠনের মোট সদস্যদেশ ৩২টি। সদস্যদেশগুলো একে অপরের রাজনৈতিক ও সামরিক সহযোগিতার ক্ষেত্রে কাজ করে। সম্প্রতি সুইডেন ন্যাটোতে যোগ দিয়েছে। ৭ মার্চ ২০২৪ ন্যাটোর সদস্য হয় সুইডেন। ন্যাটোর সামরিক বাহিনীর খরচ পৃথিবীতে সবচেয়ে বেশি, পৃথিবীর সব দেশের সামরিক খরচের প্রায় ৭০ ভাগ। ন্যাটোভুক্ত যেকোনো দেশে বহিরাগত কোনো পক্ষের আক্রমণের শিকার হলে সম্মিলিতভাবে প্রতিরোধে সব সময় প্রস্তুত থাকে।
৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭২ সালের আজকের এই দিনে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে।
জুলফিকার আলী ভুট্টো ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি ছিলেন পাকিস্তান পিপলস পার্টির প্রধান। ১৯৭৯ সালের আজকের এই দিনে হত্যার অভিযোগে তাঁর ফাঁসি কার্যকর হয়।
রাকেশ শর্মা ছিলেন ভারতীয় প্রথম নভোচারী। ১৯৮৪ সালের আজকের এই দিনে ভারতীয় এই নভোচারী তখনকার সোভিয়েতে ইউনিয়নের সহযোগিতায় মহাকাশ অভিযানে যান।