যেভাবে পৃথিবী থেকে নির্মূল হলো গুটিবসন্ত
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৯ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
আজকের এই দিনে : ০৯ ডিসেম্বর
টিকা আবিষ্কারের আগে গুটিবসন্ত মানেই ছিল আতঙ্ক। এই রোগের প্রকোপে একসময়ে পৃথিবীর নানা প্রান্তে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। এই রোগের প্রভাব এত ভয়াবহ ছিল যে এটি মহামারি আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল।
এরপরই এই ভয়াবহতার বিরুদ্ধে চিকিৎসাবিজ্ঞানীরা লড়াইয়ে নেমে পড়েন। বিশ শতকের শুরুতে এই রোগের টিকার উন্নয়নে কাজ শুরু হয়। তবে বিশ্বজুড়ে ব্যাপকভাবে এই টিকা প্রয়োগে বেশ সময় লেগেছিল। এর ধারাবাহিকতায় ১৯৬৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একটি কর্মসূচি শুরু করে। 'গুটিবসন্ত নির্মূল কর্মসূচি' নামে পরিচিত এই উদ্যোগের লক্ষ্য ছিল বিশ্বের সব জায়গায় টিকাদান কার্যক্রম পরিচালনা করা।
বিজ্ঞানী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দীর্ঘ দিনের অবিশ্রান্ত প্রচেষ্টা, শ্রম এবং বিশ্ববাসীর সহযোগিতায় অবশেষে ১৯৭৯ সালের আজকের এই দিনে ডব্লিউএইচও গুটিবসন্ত পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মূল হয়েছে বলে ঘোষণা করে।
১৯৩২ সালের এই দিনে নারী জাগরণের অগ্রদূত ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন।