বিজ্ঞানী আইনস্টাইনকে নিয়ে অনেক মজার গল্প প্রচলিত আছে।
একবার একজন আইনস্টাইনকে জিজ্ঞেস করল, ‘আপনার ফোন নম্বর বলুন।’
আইনস্টাইন নোটবুক ওলটাতে লাগলেন।
‘আপনি আপনার টেলিফোন নম্বর মুখস্থ রাখতে পারেন না?’
‘যা নোট বই দেখেই বলা যায়, তা মুখস্থ রাখব কেন?’ আইনস্টাইন জবাব দিয়েছিলেন।
একবার আইনস্টাইন তার অফিসে একটা মূল্যবান লেখা শেষ করলেন। এবার সেটাকে পেপারক্লিপ দিয়ে আটকাতে হবে। আইনস্টাইন আর তাঁর সহকারী ক্লিপ খুঁজে পাচ্ছেন না। শেষে একটা ক্লিপ পাওয়া গেল। সেটা বাঁকা হয়ে গেছে।
আইনস্টাইন সেটা ঠিক করার চেষ্টা করতে লাগলেন। এ সময় তাঁর সহকারী বলল, ‘এক প্যাকেট নতুন ক্লিপ পাওয়া গেছে।’ তখন আইনস্টাইন একটা ক্লিপ নিয়ে আগের ক্লিপটাকে সোজা করতে লাগলেন।
সহকারী বললেন, ‘এক বাক্স ক্লিপ থাকতে আগেরটা ঠিক করার চেষ্টা করছেন কেন?’
আইনস্টাইন জবাব দিলেন, ‘আমি একটা কাজ আরম্ভ করলে সেটা শেষ না করে থামতে পারি না। এটা আমার জিদ।’
আইনস্টাইন নাকি একটা কাজ আরম্ভ করলে শেষ না করে না থামাটাকেই তার স্বভাবের সবচেয়ে প্রভাবশালী বৈশিষ্ট্য বলে মনে করতেন।
আমরা এ দুটি গল্প থেকেই শিক্ষা নেওয়ার চেষ্টা করব। এক. অপ্রয়োজনীয় জিনিস মুখস্থ রাখব না। দুই. কোনো কাজ আরম্ভ করলে সুন্দরভাবে শেষ করার চেষ্টা করব। তবে কাজটা ভালো কাজ হতে হবে।