বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের এক সাহসী ও বীর মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। ১৯৪১ সালের আজকের এই দিনে নরসিংদীতে জন্মগ্রহণ করেন তিনি।
এই মুক্তিযোদ্ধা প্রথমে পাকিস্তান বিমানবাহিনীতে অফিসার পদে চাকরিরত ছিলেন। পরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনা হলে তিনি বাংলাদেশের পক্ষে এই লড়াইয়ে যোগদানের সংকল্প নেন। ২০ আগস্ট মতিউর রহমান পাকিস্তানের করাচি থেকে একটি টি-৩৩ যুদ্ধবিমান হাইজ্যাক করে যুদ্ধে অংশ নেওয়ার চেষ্টা করেন। সেই সময় করাচির উপকণ্ঠে বিমানটি বিধ্বস্ত হয় এবং সেখানেই প্রাণ হারান তিনি। অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি দেওয়া হয়। সাহসী এই যোদ্ধা দেশপ্রেম ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ হয়ে আছেন আমাদের জন্য।
এ ছাড়া আজকের এই দিনে মৃত্যুবরণ করেন বাংলাদেশি ক্রিকেটার শেখ সালাহউদ্দিন আহমেদ। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি বিজয়-পরবর্তী সময়ে দেশের হয়ে ছয়টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন বেশ কিছুদিন (২০০০-২০০৬)। টেস্টটা খেলা না হলেও দেশের ক্রিকেট অঙ্গনে বেশ নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবেই পরিচিত ছিলেন তিনি। ১৯৯৭ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে এক দিনের ক্রিকেটে শেখ সালাউদ্দিনের অভিষেক হয়। কয়েকটি ওয়ানডে খেললেও তিনি তাঁর অন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেননি।