প্রতিটি মানুষের আঙুলের ছাপ কি আলাদা

স্টিম সুপার গ্লু ও আলোক রশ্মি ব্যবহার করে আঙুলের ছাপ সনাক্তকরণ

যা জানি: মানুষের মধ্যে প্রত্যেকের আঙুলের ছাপ একেবারেই ভিন্ন হয়ে থাকে। একই রকম আঙুলের ছাপের মানুষ পৃথিবীতে বিরল।

ঘটনা আসলে যা: বাকি সব স্বাভাবিকভাবে নিতে পারলেও এই তথ্য মেনে নিতে কিন্তু আমার বেশ কষ্ট হয়েছে। এত দিন ধরে যে আমরা জেনে আসছি, মানুষভেদে আঙুলের ছাপ একদমই আলাদা, এ তথ্য পুরোপুরি সত্য নয়। বিশেষজ্ঞদের মতে, তোমার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে তোমার নিকটাত্মীয় অনেকের আঙুলের ছাপের বেশ মিল থাকতে পারে। আঙুলের ছাপের এই পুরো বিষয়টাই বেশ জটিল।

আরও পড়ুন