পোষা প্রাণী হিসেবে কুকুর ও বিড়াল সারা বিশ্বে জনপ্রিয়। উভয়ের আছে কিছু ভালো ও মন্দ দিক। কিন্তু প্রশ্ন হলো, সব মিলিয়ে পোষা প্রাণী হিসেবে কোনটি বেশি ভালো—কুকুর নাকি বিড়াল?
এ প্রশ্নের উত্তর সরাসরি আমি দেব না। বরং এদের ব্যাপারে আমি তোমাদের কিছু তথ্য দেব। তারপর তোমরা সেগুলো পড়ে নিজেরা সিদ্ধান্ত নেবে, কোন প্রাণীটি পোষা প্রাণী হিসেবে সবচেয়ে ভালো। তোমাদের সে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারো আমাদের জরিপে অংশ নিয়ে। পরের সপ্তাহের কিআ জরিপে সেই ফলাফল প্রকাশিত হবে। তখন কিন্তু মিলিয়ে দেখ, তোমার মতামত ঠিক আছে, নাকি উল্টো।
কিআ জরিপ: পোষা প্রাণী হিসেবে কোনটি বেশি ভালো—কুকুর নাকি বিড়াল?
কিআ জরিপে অংশ নিতে এখানে ক্লিক করো: https://shorturl.at/K1uCt
প্রথমে তোমাদের কিছু জরিপের তথ্য দিই। তবে জানিয়ে রাখা ভালো, এসব জরিপ বিদেশের। বাংলাদেশের সঙ্গে তা নাও মিলতে পারে। কারণ দেশভেদে এসব জরিপের ফলাফল হয় ভিন্ন। যেমন, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের এক জরিপে দেখা গেছে, শতকরা ৫০ শতাংশ মানুষের পোষা প্রাণী হিসেবে কুকুর পছন্দ। আর বিড়াল পছন্দ ৩০ শতাংশ মানুষের। এক বছর পর ২০২১ সালের মার্চে একই জরিপ চালানো হয় জাপানে। এখানে কিন্তু ফলাফল বদলে গেছে। জরিপ অনুসারে, জাপানের মানুষ কুকুরের চেয়ে বিড়াল বেশি পছন্দ করে।
কিন্তু বাংলাদেশে যেহেতু এরকম কোনো জরিপ নেই, তাই এখানে কোনো তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। তবে দুটি প্রাণীর ভালো মন্দ দিকের কথা বলে দিই। তবে সে কথাও কিন্তু আমার নয়। তোমাদের মধ্যে অনেকে হয়তো এরকম ভাবে।
হ্যাঁ, পোষা প্রাণী হিসেবে কুকুরই সবচেয়ে ভালো!
মানুষের ভালো বন্ধু হিসেবে কুকুর বরাবরই পরিচিত। কথায় আছে, কুকুর হলো প্রভুভক্ত প্রাণী। ওরা বিশ্বাসী এবং ভালো বন্ধুও হতে পারে। বাড়ি পাহাড়ার জন্য কুকুর অনেক পুরানো ও বিশ্বস্ত প্রাণী। অপরিচিত লোক দেখলেও ওরা ডেকে আমাদের সতর্ক করে দেয়। নিরাপত্তা বাহিনিতেও আছে কুকুরের ভূমিকা। বিদেশে বোম স্কোয়াডে রাখা হয় ট্রেনিং দেওয়া কুকুর। আবার বিদেশি কুকুরকে সুস্থ রাখতে নিয়মিত হাঁটাতে হয়। এই সুযোগে নিজেরও হাঁটা হয়ে যায়। এতে কুকুর ও মালিক—উভয়ের স্বাস্থ্য ভালো থাকে। লাইকার নাম হয়তো শুনে থাকবে, মহাকাশে পাঠানো প্রথম কুকুর। নিজের জীবন মানবজাতির জন্য উৎসর্গ করে গেছে এই রুশ কুকুরটি। অর্থাৎ বৈজ্ঞানিক পরীক্ষায়ও কুকুর কাজে লাগানো যায়। তাছাড়া বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, বিড়ালের চেয়ে কুকুরের মস্তিষ্কে নিউরন থাকে প্রায় দ্বিগুণ। নিউরন আমাদের শরীরের সব জায়গায় সংকেত পাঠায়। মশায় কামড় দিলে হাত যে সেখানে থাপ্পড় মাড়ে, তা ওই নিউরনই বলে দেয়। যেহেতু এই নিউরন কুকুরের মস্তিষ্কে বেশি থাকে, তাই ওরা বেশি বুদ্ধিমান হয়। ট্রেনিংয়ে বেশি মনে রাখতে পারে। অর্থাৎ, মালিকের পছন্দ ও অপছন্দ ওরা বিড়ালের চেয়ে ভালো মনে রাখতে পারে। এই সবকিছু মিলিয়ে কুকুরই সবচেয়ে ভালো পোষা প্রাণী।
না, পোষা প্রাণী হিসেবে কুকুরের চেয়ে বিড়াল ভালো!
বিড়াল পুষতে কুকুরের মতো বেশি জায়গা লাগে না। খরচও হয় কম। সবসময় কাচে কাছে থাকে, নিজের যত্ন নিজেই নিতে পারে। এরা শান্ত প্রকৃতির প্রাণী। কুকুরের মতো উচ্চস্বরে ঘেউ ঘেউ করে না। বাসায় ইঁদুর কিংবা তেলাপোকার যন্ত্রণা থেকে বাঁচতে বিড়াল খুব উপকারী। বিড়াল পাশে থাকলে অনেকের মানুষিক চাপ কমে। বিড়াল পালতে কষ্ট কম। বাংলাদেশে ছোট বাচ্চারা বিড়াল দেখলেও ভয় পায় না, কিন্তু কুকুরের আশপাশে যেতে ভয় পায়। তাছাড়া বিদেশি কুকুর হলে নিয়মিত হাটানো অনেকের জন্য বাড়তি ঝামেলা হতে পারে। থাকার জন্য বেশি জায়গা লাগে। এসব ঝামেলা বিড়ালের নেই। আর মহাকাশ মিশনে বিড়ালও গেছে। ১৯৬৩ সালে ফেলিসেট নামে একটা বিড়ালকে মহাকাশে পাঠানে হয়েছিল। তাই সব দিক বিবেচনা করলে কুকুরের চেয়ে বিড়াল পোষা প্রাণী হিসেবে ভালো।
এতক্ষণ তোমাদের অনেকের মনের কথাটাই আমি বলে দিলাম। আর এর মাধ্যমে তোমরা কুকুর ও বিড়ালের ভালো-মন্দ বৈশিষ্ট্য জানলে। এবার তোমাদের মতামত নেওয়ার আগে একটু আমার কথা বলি। এখনও কিন্তু আমি তোমাদের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। বরং আমার মতো করে এই দুই প্রাণীর ব্যাপারে ৩টি করে ভালো তথ্য দিই। তারপর তোমরা সিদ্ধান্ত নিয়ে কিআ জরিপে অংশ নেবে।
যে কারণে পোষা প্রাণী হিসেবে কুকুর ভালো
১. কুকুর প্রভুভক্ত ও বিশ্বস্ত প্রাণী।
২. বাড়ি পাহাড়ায় কুকুর বেশ উপকারী।
৩. বিড়ালের চেয়ে কুকুর বেশি বুদ্ধিমান।
যে কারণে পোষা প্রাণী হিসেবে বিড়াল ভালো
১. বিড়াল কিনতে ও পুষতে খরচ কম।
২. বাসাবাড়ির ইঁদুর দূর করতে বিড়াল জরুরি।
৩. বিড়াল তুলনামূল শান্ত প্রাণী।
আশাকরি বিড়াল ও কুকুরের ভালো-মন্দ উভয় বৈশিষ্ট্য নিয়েই তোমাদের ধারণা হয়েছে। এখন সময় তোমাদের উত্তর দেওয়ার। নিচের গুগল ফর্মের প্রশ্নগুলোর উত্তর দিলে আমরাও বাংলাদেশে জরিপ করতে পারবো। হোক তা ছোট পরিসরে, তবু কিছু না থাকার চেয়ে অন্তত অল্প তথ্য থাকাও ভালো।
কিআ জরিপে অংশ নিতে এখানে ক্লিক করো: https://shorturl.at/K1uCt