জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২১ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
গান ভালো লাগে না এমন মানুষ বিরল। জীবনে ভালো সময়, ভালো না লাগার সময়েও আমরা গান শুনি। এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ের জন্য আলাদা কোন দিন থাকবে না, তা কী করে হয়? প্রতিবছরের ২১ জুন, বিশ্বজুড়ে পালিত হয় সংগীত দিবস।
আজ বিশ্ব সংগীত দিবস। এমন একটি দিনের কথা প্রথম মাথায় আসে ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং-এর, ১৯৮১ সালে। পরে ১৯৮২ সালে ফ্রান্সে প্রথমবারের মতো পালিত হয় ‘ফেত দ্য লা মিউজিক’ বা ‘মেক মিউজিক ডে’। তবে অনেকে মনে করেন, ১৯৭৬ সালে ফ্রান্সে মার্কিন সংগীতশিল্পী জোয়েল কোহেন গ্রীষ্মকে উদ্যাপন করতে সারা রাত গান চালিয়ে যাওয়ার প্রস্তাব থেকেও এটি আসতে পারে।
ইতিহাস যা–ই হোক, সংগীতপ্রেমীদের জন্য এটি এক বিশেষ দিন। ‘মেইক মিউজিক’ স্লোগান নিয়ে শুরু হয়েছিল দিনটি। বর্তমানে ব্রিটেন, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, লুক্সেমবার্গ, জার্মানি, সুইজারল্যান্ডসহ প্রায় ১২০টি দেশে এবং ৪৫০টি শহরে দিবসটি উদ্যাপিত হয়ে আসছে।
আজ বাংলাদেশের প্রখ্যাত কবি ও চিত্রশিল্পী নির্মলেন্দু গুণের জন্মদিন। ১৯৪৫ সালের আজকের এই দিনে নেত্রকোণায় জন্মগ্রহণ করেন তিনি।
অন্যদিকে আজ মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা চিকিৎসক ও গণিতজ্ঞ ইবনে সিনার মৃত্যুবার্ষিকী। ১০৩৭ সালের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন তিনি।