যে বই গণিতের সমস্যা সমাধানের কৌশল শেখায়
বইয়ের নাম: গণিতের সমস্যা সমাধানের কৌশল
লেখক: মোহাম্মদ মাজেদুর রহমান, দিপু সরকার
সমস্যা কী? আর সমাধানই–বা কীভাবে করব? এই দুটি প্রশ্নের উত্তর জানতে তো সবারই ইচ্ছা করে।
মুশকিল হলো, এক লাইনে এই প্রশ্নের কোনো উত্তর নেই। সমস্যা সমাধান কৌশল জানতে হলে শুনতে হবে পুরো গল্পটা। গণিতের সমস্যা সমাধানের কৌশল বইয়ে সংখ্যার নানা মজার বৈশিষ্ট্য দিয়ে শুরু হয়েছে। মাঝখানে জ্যামিতির রাজ্যে হানা দিয়ে শেষমেশ কীভাবে প্রমাণ করতে হয়, সেই গল্পে গিয়ে শেষ হয়েছে বইটা। এর মধ্যে পরিসংখ্যান আর সম্ভাব্যতার নানা হিসাব–নিকাশও চলে এসেছে প্রয়োজনের তাগিদে। আর এই বইটা শুধু পড়লেই হবে না, বইয়ে দেওয়া সমস্যাগুলোও সমাধানও করতে হবে। গণিতের আরও নানা চমকপ্রদ বিষয় খুঁজে পাওয়া যাবে এই বইয়ে।
আরও পড়ুন