মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ইংলিশ ফেস্টিভ্যাল

মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ফার্স্ট এমজিবিএসইএলসি ইন্ট্রা ইংলিশ ফেস্টিভ্যাল ২০২৫’। ২৬ জানুয়ারি আয়োজিত এই ফেস্টিভ্যালে প্রথম থেকে দশম শ্রেনির শিক্ষার্থীরা অংশ নিয়েছে। ছিল ইংরেজি অলিম্পিয়াড, বোগল, বিভোক্যাব, কবিতা আবৃত্তি, গল্প লেখা, ভাষাভিত্তিক কুইজসহ নয়টি বিষয়। ফেস্টিভ্যালের ম্যাগাজিন পার্টনার ছিল কিশোর আলো।

সকাল সাড়ে আটটায় ‘ইংরেজি অলিম্পিয়াড’-এর মধ্য দিয়ে পর্দা ওঠে এ আয়োজনের। এরপর একে একে আয়োজিত হয় নিউরো-নটস, বোগল, বিভোক্যাব, কবিতা আবৃত্তি, গল্প লিখন, ভাষাভিত্তিক কুইজ, বানানযুদ্ধ।

আনুষ্ঠানিকভাবে ফেস্টিভ্যালের উদ্বোধন ঘোষণা করা হয় সকাল আটটায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা ইয়াসমিন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। দুপুরে কীভাবে সহজে ইংরেজিতে কথা বলা যায়, তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষা ক্লাবের সদস্যরা একটি কর্মশালা পরিচালনা করেন।

এরপর অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম। তিনি নতুন বাংলাদেশের ছাত্রদের সঙ্গে দেখা করতে পেরে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি’। এরপর শিক্ষার্থীদের পুরস্কার দেওয়ার মাধ্যমে শেষ হয় এই ফেস্টিভ্যাল।

আরও পড়ুন