গরম থেকে বাঁচতে যা করবে

গরম আবহাওয়ায় সুতি পোশাক সবচেয়ে আরামদায়ক।
  • ঠান্ডা জায়গায় থাকো।

  • ঘেমে গেলে শরীর মুছে ফেলো।

  • বাইরে থেকে এসেই হাত–মুখ ধোবে না, একটু সময় নিয়ে ঠান্ডা হয়ে ধোও।

  • নরমাল পানি খাও।

  • ক্যাপ বা ছাতা ব্যবহার করো।

  • প্রখর রোদে খেলা বা বাইরে যাওয়া থেকে বিরত থাকো।

  • স্যালাইন খেলে এক প্যাকেট ওরস্যালাইন নরমাল আধা লিটার পানিতে মিশিয়ে খাও, তবে অপ্রয়োজনে বা অতিরিক্তি স্যালাইন খাওয়া মারাত্মক ক্ষতিকর।

  • ফলের জুস ও তরল খাও।

  • হিটস্ট্রোক নিয়ে জানো।

  • ঢিলেঢালা পোশাক পরো।

  • বিশ্রাম নাও, আরাম করো, ঘরে বসে কিশোর আলো পড়ো।

আরও পড়ুন