স্মৃতিময় দিনগুলো

স্কুলড্রেসঅলংকরণ: সব্যসাচী চাকমা

আজ ছুটির দিন। আলমারিটা বেশ কিছুদিন ধরেই অগোছালো পড়ে আছে। তাই আলমারি গোছাতে বসল ফারহানা। আলমারি গোছাতে গোছাতে হঠাৎ নিজের স্কুলড্রেস খুঁজে পেল সে। আর সঙ্গে সঙ্গে স্কুলের সোনালি দিনগুলোর স্মৃতিতে ডুবে গেল ফারহানা। কত হাসি, ঠাট্টা, খুনসুটি জড়িয়ে আছে স্কুলজীবনের স্মৃতিতে। কী করে যে দশটা বছর কেটে গেল, ভেবে পায় না সে। এখন আর শিক্ষকের বকুনি খাওয়া লাগে না। সাদিয়া, মাইশার মতো বন্ধু কোথাও খুঁজে পাবে না আর। শুধু শ্রেণিকক্ষের শেষ বেঞ্চটাই সাক্ষী তাদের সেই সব আনন্দময় দিনগুলোর।

লেখক: এসএসসি পরীক্ষার্থী ২০২৪, তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন