বিশ্বের সবচেয়ে উঁচু গাছের সন্ধান

বিশ্বের সবচেয়ে উঁচু গাছ হাইপরিয়নছবি: ন্যাশনাল জিওগ্রাফিক
জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৫ আগস্ট ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

স্ট্যাচু অব লিবার্টি কিংবা কুতুব মিনার উচ্চতার দিক দিয়ে এই গাছের তুলনায় পিছিয়ে আছে। উদ্ভিদ জগতের নীল তিমি বলা হয় এই গাছকে। এর উচ্চতা ১১৬ মিটার বা প্রায় ৩৭৯ ফুট। বয়স ৬০০ থেকে ৮০০ বছর। হাইপরিয়ন নামের বিশ্বের সবচেয়ে উঁচু এই গাছের সন্ধান মেলে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে। ২০০৬ সালের আজকের এই দিনে এই গাছ খুঁজে পান যুক্তরাষ্ট্রের দুই উদ্ভিদবিজ্ঞানী—ক্রিস এটকিনস ও মাইকেল টেইলর। কিছু রিপোর্ট অনুযায়ী, এই হাইপরিয়ন বছরে ২০ কেজির বেশি ধুলা এবং ২০ টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে পারে। অন্যদিকে অক্সিজেন উৎপাদনে এর সক্ষমতা প্রায় ৭০০ কেজি!

আরও পড়ুন

অন্যদিকে ইন্সট্যান্ট নুডলস কিংবা র‍্যামেন মাত্র কয়েক মিনিটে তৈরি করা যায়। তাই এর জনপ্রিয়তা ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে। এই খাবারগুলো শিক্ষার্থী ও ব্যাচেলরদের প্রতিদিনই সাহায্য করে। ভ্রমণের সময়ও বেশ কাজে আসে এই খাবার। আজকের এই দিনেই প্রথম বাজারে এসেছিল এই ইন্সট্যান্ট নুডলস। ১৯৫৮ সালের ২৫ আগস্ট। তাইওয়ানিজ-জাপানিজ উদ্যোক্তা মোমোফুকু আন্দো প্রথমবারের মতো প্যাকেটজাত ইনস্ট্যান্ট নুডলস বাজারজাত করেন। নাম দেন ‘চিকেন রামেন’। সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তা এতই বেড়ে যায় যে প্রথম এক বছরেই এই নুডলসের প্রায় ১ কোটি ৩০ লাখ প্যাকেট বিক্রি হয়।

এ ছাড়া প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং। ৫ আগস্ট ১৯৩০ সালে জন্ম নেওয়া এই মার্কিন নভোচারী নিজেই যেন এক ইতিহাস। দীর্ঘ ৮২ বছর জীবন শেষে ২০১২ সালের এই দিনে নিজ জন্মস্থানে মৃত্যুবরণ করেন এই নভোচারী।

আরও পড়ুন