বিজ্ঞান, গণিত আর রোবটের নাচে আলোর ঘণ্টা

ম্যানগ্রোভ হোটেল অ্যান্ড রিসোর্টের সহযোগিতায় ‘কিশোর আলো-আলোর ঘণ্টা’ এবার অনুষ্ঠিত হয়েছে খিলগাঁও গভ. কলোনি উচ্চবিদ্যালয়ে। গত বুধবার বেলা ১১টা থেকে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ শ শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয় আলোর ঘণ্টা অনুষ্ঠান। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান চলে বেলা একটা পর্যন্ত। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ের বই পড়া, খেলাধুলা, আবৃত্তি ও গানের চর্চার কথা বলেন।

খিলগাঁও গভ. কলোনি উচ্চবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন শিশুসাহিত্যিক ও প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্রের প্রধান সমন্বয়ক সাইদুজ্জামান রওশন। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি বিষয়ভিত্তিক বই পড়া, কবিতা আবৃত্তি, গান চর্চা করার মাধ্যমে জীবনকে উপভোগ করতে শিখতে হবে। এরপর শিক্ষকদের সম্মান জানাতে শিক্ষার্থীদের দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করান। তিনি শিক্ষার্থীদের কাছে জানতে চান, বড় হয়ে কে কী হতে চায়? শিক্ষার্থীরা তাদের স্বপ্নের কথা বলে। ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়াও পাইলট, শিক্ষক, শিল্পী হতে চায় অনেকেই। এরপর প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন তিনি। শিক্ষার্থীরাও বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতে নেয়।

পরের আয়োজন ছিল রোবটের সঙ্গে নাচের প্রতিযোগিতা। রোবটের সঙ্গে নাচে অংশ নেয় ছেলে ও মেয়েশিক্ষার্থীদের দুটি দল। অংশ নেওয়া সবাইকে পুরস্কার দেওয়া হয়। রোবটের পর্ব পরিচালনা করেন আলোর ঘণ্টার মেন্টর আবুল হাছান।

শিক্ষার্থীদের গণিতের ভয় দূর করতে পরের পর্বটি পরিচালনা করা হয়। পর্বটি পরিচালনা করেন প্রথম আলো গণিত ইশকুল বিভাগের গণিত লেখক সাব্বির আহমেদ। গণিতবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

বিজ্ঞানবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোর ঘণ্টার মেন্টর তায়েবুল ইসলাম। বিজ্ঞানের কিছু পরীক্ষণ হাতে-কলমে শিক্ষার্থীদের দেখান তিনি।

আয়োজন শেষে মোহাম্মদ আমিনুল ইসলাম আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন আরও বেশি আয়োজন করতে আহ্বান জানান।