আন্তর্জাতিক বনভোজন দিবস আজ

বনভোজনশিল্পী: রুমা
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৮ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

স্কুলে কিংবা কলেজে বন্ধুরা সবাই একই বাসে চেপে গান গাইতে গাইতে বনভোজনে যাওয়ার দিনগুলো নিশ্চয়ই সবার মনে আছে। কখনো কুমিল্লার ময়নামতি, তো কখনো সোনারগাঁ। সেসব দিনকে আবারও স্মৃতিতে জীবন্ত করে তুলতে আজকের দিনের জুড়ি নেই। কেননা, আজ আন্তর্জাতিক বনভোজন দিবস। এমন একটি দিনও যে পালন করা যায়, সেটা জেনে তোমার মতো আমিও বেশ অবাক হয়েছি।

বনভোজন কিংবা পিকনিকের মূল উদ্দেশ্য প্রতিদিনের যান্ত্রিক জীবনকে ছুটি দিয়ে প্রকৃতির কাছে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে একটুখানি স্বস্তির নিশ্বাস নেওয়া। পুরো বিষয়টি জনপ্রিয় করে তুলতেই ১৮ জুন আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে দিনটি। ঠিক কবে থেকে এই দিনের উৎপত্তি, তা সঠিকভাবে জানা না গেলেও ইতিহাসবিদদের মতে ১৭৯৯ সালের দিকে ফরাসিদের হাত ধরে এই দিবসের সূচনা ঘটে। তাই আর দেরি না করে তুমিও এখনই বেরিয়ে পড়তে পারো বনভোজনের উদ্দেশ্যে!

১৯৩৬ সালের আজকের দিনে পৃথিবী থেকে বিদায় নেন বিখ্যাত রুশ সাহিত্যক মাক্সিম গোর্কি। তাঁর ‘মা’ রচনাটি একটি কালজয়ী উপন্যাস।

অন্যদিকে ২০০২ সালে মৃত্যুবরণ করেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী নীলিমা ইব্রাহিম।

আরও পড়ুন