নয়নতারা ফুলে আনন্দ

একবার আমার নানু আমাকে একটা ছোট্ট নয়নতারা ফুলের চারা দিয়েছিলেন। চারাটির খুব যত্ন নিতাম আমি। প্রতিদিন পানি দিতাম। রোদে দিতাম। সারও দিতাম মাঝেমধ্যে। কিন্তু কোনো ফুল হলো না গাছটায়। খুব মন খারাপ হলো আমার। তবু যত্ন করা ছাড়লাম না। গাছটা বেশ বড় হলো। প্রায় এক বছর পর দেখি সেখানে একটা চিকন গোল টাইপের কী যেন। মাকে জিজ্ঞেস করলাম, ওটা কী? তখন মা বললেন, ওটা একটা নয়নতারা ফুলের কলি। তখন আমার খুশি আর কে দেখে। পুরো এলাকার সবাইকে জানালাম যে আমার গাছে ফুল ধরেছে। ধীরে ধীরে দেখলাম আমার গাছে আরও ফুল ধরেছে। কী যে ভালো লাগছিল আমার তখন। এর চেয়ে বেশি আনন্দ আমার জীবনে আজ পর্যন্ত আসেনি।

আরও পড়ুন