২৫-২৭ এপ্রিল ঢাকার নটর ডেম কলেজে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ এনডিসি ন্যাশনাল ম্যাথ ফেস্টিভ্যাল। স্কুল-কলেজের প্রায় ৩ হাজার শিক্ষার্থী এ আয়োজনে অংশগ্রহণ করেছে।
ফেস্টিভ্যালের প্রথম দিন, ২৫ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে ‘ম্যাথ ইন মোশন’ ইভেন্টের মধ্য দিয়ে পর্দা ওঠে এ আয়োজনের। এরপর একে একে আয়োজিত হয় ক্যালকুলাস ম্যানিয়া, ক্র্যাক দ্য কোড, প্রজেক্ট, ওয়াল ম্যাগাজিন ও স্ক্র্যাপবুক সেটআপ। বিকেলে আয়োজিত হয় ‘আইএমও আড্ডা’। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জপদক ও অনারেবল মেনশন বিজয়ী তিন শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। এরপর রাতে ক্লাবের নিজস্ব ওয়েবপেজে অনুষ্ঠিত হয় সুডোকুর অনলাইন কোয়ালিফিকেশন রাউন্ড ও স্পিডম্যাথ ইভেন্টের পরীক্ষা।
আনুষ্ঠানিকভাবে ফেস্টিভ্যালের উদ্বোধন ঘোষণা করা হয় ২৬ এপ্রিল সকাল ৮টা ৩০মিনিটে। নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও এবং একই কলেজের ম্যাথ ক্লাবের মডারেটর মো. আজিজুর রহমান ফেস্টিভ্যালের উদ্বোধন ঘোষণা করেন। এরপর শুরু হয় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, আইকিউ অলিম্পিয়াড, সুডোকু (চূড়ান্ত পর্ব), ক্রসওয়ার্ড পাজল, ম্যাথ অলিম্পিয়াড (প্রুফ-বেজড), ট্রেজার হান্ট, স্পিডকিউবিং, জিওমেট্রিক কনস্ট্রাকশন ও কম্বিকোনান্ড্রাম।
তৃতীয় ও শেষ দিনে আয়োজিত হয় ম্যাথ হিস্টোরি কুইজ, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ফাংশন গ্রাফিং, ম্যাথ অলিম্পিয়াড (ফাইন্ড-বেজড), ম্যাথ রিলে, ম্যাথ কাউন্টস ও হিউম্যান ক্যালকুলেটর পরীক্ষা। বিকেলে ওয়ার্কশপ পরিচালনা করেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ব্রোঞ্জপদকজয়ী তাহমিদ হামীম চৌধুরী।
এরপর শুরু হয় সমাপনী অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ফেরদৌস, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং ও’ডেল গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শাহ মোহাম্মদ মোহিত। প্রায় শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার দেওয়ার মাধ্যমে শেষ হয় এই ফেস্টিভ্যাল।
এ ফেস্টিভ্যাল আয়োজন করে নটর ডেম ম্যাথ ক্লাব। টাইটেল স্পনসর ছিল বসুন্ধরা। সহযোগিতায় ছিল ভূতের আড্ডা। ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।