আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে যোগ দেবে বাংলাদেশ

বিশ্বের মেধাবী কিশোর-কিশোরীদের মধ্যে ছোটবেলা থেকে মেলবন্ধন তৈরির উদ্দেশ্যে ২০০৪ সাল থেকে আয়োজিত হয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)। ২০১৫ সাল থেকে বাংলাদেশও নিয়মিত এ আয়োজনে অংশ নিয়ে আসছে।

এ বছর ডিসেম্বরের ১ থেকে ১০ তারিখ ব্যাংককে আয়োজিত হবে ২০তম আইজেএসও, যেখানে যোগ দেবে বাংলাদেশ দলের ছয় শিক্ষার্থী। তারা নবম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের মাধ্যমে নির্বাচিত হয়েছে। বাংলাদেশ দলে আছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাসলিমা তাসনিম লামিয়া ও সিরাজুস সালেকিন সামীন; রাজশাহীর গভ. ল্যাবরেটরি হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ফায়েজ আহমেদ; নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শুভাশীষ হালদার; ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মনামী জামান এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাবিল ইসলাম। প্রায় ১৫ হাজার শিক্ষার্থী নিয়ে বাছাইপর্ব, ৪টি আঞ্চলিক পর্ব, অনলাইনে ১টি আঞ্চলিক পর্ব, ১৪টি উপজেলা পর্যায়ে স্কুল অলিম্পিয়াড, জাতীয় পর্ব ও ক্যাম্প আয়োজনের মাধ্যমে নির্বাচন করা হয়েছে এই ৬ সদস্যের বাংলাদেশ দলকে।

আইজেএসও-২০২৩ বাংলাদেশ দলের দলনেতা হিসেবে থাকবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে আছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের একাডেমিক সদস্য ডা. আবিদুর রহমান।

আরও পড়ুন

এ বছর বিডিজেএসও-২০২৩ যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনটির টাইটেল স্পনসর আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। সহযোগী হিসেবে আছে প্রথম আলো ও ম্যাসল্যাব, ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো। অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.bdjso.org ওয়েবসাইটে।

আরও পড়ুন