শুভ জন্মদিন অ্যাঞ্জেলিনা জোলি ও বেন স্টোকস!

কোলাজ : কিশোর আলো
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৪ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

হলিউড কাঁপিয়ে বেড়ানো এক নাম অ্যাঞ্জেলিনা জোলি। তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা হাতে গোনা। নিজের সৌন্দর্য আর নিখুঁত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করছেন বহুদিন থেকে। শুধু তা-ই নয়, অভিনয়ের পাশাপাশি তিনি একজন চলচ্চিত্র নির্মাতা এবং সমাজসেবী। আজ বিশ্বনন্দিত এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৭৫ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে জন্মগ্রহণ করেন। বাবার দিক থেকে তিনি চেকোস্লোভাকীয় ও জার্মান বংশোদ্ভূত। অন্যদিকে মায়ের কারণে তিনি ফরাসি-কানাডীয়। অ্যাঞ্জেলিনা জোলির বাবা জন ভইটও একজন নামকরা মার্কিন অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক। বাবার হাত ধরে মাত্র পাঁচ বছর বয়সে তাঁর অভিনয়ের জগতে আসা। তবে সেই আগমন ছিল শিশুশিল্পী হিসেবে। পরে ১৯৯৩ সালে প্রথম কোনো পেশাদার চলচ্চিত্রে তাঁকে প্রথম দেখা যায়। চলচ্চিত্রের নাম ‘সাইবর্গ-২’। এরপর বহু চলচ্চিত্রে কাজ করে সুনাম কুড়িয়েছেন। যার মধ্যে আছে ‘হ্যাকারস’, ‘ইন্টারাপ্টেড’, ‘লারা ক্রফট: টুম্ব রেইডার’, ‘মি. অ্যান্ড মিসেস স্মিথ’, ‘জর্জ ওয়ালেস’, ‘জিয়া’ ইত্যাদি।

আরও পড়ুন

তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার, দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং একবার একাডেমি পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ২০০১ সাল থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

এ ছাড়া আজ ইংরেজ ক্রিকেট অলরাউন্ডার বেন স্টোকসেরও জন্মদিন। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ১৯৯১ সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। জন্ম নিউজিল্যান্ডে হলেও, বেন স্টোকসের বেড়ে ওঠা ইংল্যান্ডে। ১২ বছর বয়সে ইংল্যান্ডে চলে এসে ক্রিকেটে পারদর্শী হতে শুরু করেন। এই অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ২০১১ সালে। এটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে ম্যাচ। এ ছাড়া প্রথম টেস্ট খেলেন ২০১৩ সালে। আর এরপর ইংল্যান্ডের হয়ে ক্রিকেটের একের পর এক রেকর্ড ভেঙেছেন। হয়ে উঠেছেন অলরাউন্ডার। তাঁর হাত ধরেই বিশ্বকাপ জিতেছে ইংরেজরা। আজ এই দিনে বিশ্বসেরা এই ক্রিকেটারকে জানাই জন্মদিনের শুভেচ্ছা!

আরও পড়ুন