গোলকধাঁধার নেটওয়ার্ক
জটিল গোলকধাঁধাকে একটি সাধারণ ডায়াগ্রামে পরিণত করা সম্ভব। একে নেটওয়ার্ক বলে। এ জন্য তারের সংযোগস্থান ও তারের শেষ মাথাগুলো চিহ্নিত করতে হবে। তারপর সংযোগস্থানগুলো চিত্রের মতো দাগ দিয়ে যুক্ত একটির সঙ্গে আরেকটি মিলিয়ে দিতে হবে। কীভাবে করবে, তা ধাপে ধাপে দেখা যাক।
ধাপ ১
প্রথমে গোলকধাঁধার প্রতিটি সংযোগ ও প্রতিটি তারের শেষ মাথা একটি অক্ষর দিয়ে চিহ্নিত করতে হবে। তারপর চিত্রের মতো মেলাতে হবে সব কটি পয়েন্ট।
ধাপ ২
এবার ওপরের চিত্রের মতো আরেকটি সহজ ছবি আঁকতে পারো। শুধু অক্ষরগুলো কোথায় আছে, তা মাথায় রেখে সহজ একটি ম্যাপ বানাতে হবে। মাটির নিচে ট্রেনলাইন করতে এভাবে ম্যাপ বানানো হয়। এতে সহজে পরিকল্পনা করা যায়।
ইলেকট্রনিক নেটওয়ার্ক
নেটওয়ার্ক ডায়াগ্রাম নানা কাজে ব্যবহৃত হয়। যেমন একটি বৈদ্যুতিক সার্কিটের গুরুত্বপূর্ণ কাজ হলো সার্কিটের উপাদানগুলো সঠিকভাবে যুক্ত করা। সার্কিটের একটি নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকা থাকলে উপাদান ও সংযোগগুলো পরীক্ষা করতে সুবিধা হয়।
আরও গোলকধাঁধা
এ ধাঁধা ওপর থেকে দেখলে থ্রিডি ধাঁধার মতো মনে হয়। যেন একটি দাগের নিচ দিয়ে আরেকটি দাগ চলে গেছে। কোন পথে বের হতে হবে, তা খেয়াল রেখে ধাঁধাটি সমাধানের চেষ্টা করো।