আজ হুমায়ূন আহমেদের জন্মদিন

হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮—১৯ জুলাই ২০১২)। প্রতিকৃতি: মাসুক হেলাল

আজ বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন জনপ্রিয় ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তাঁর লেখা প্রথম উপন্যাস নন্দিত নরকে ১৯৭২ সালে প্রকাশিত হয়। এর পর থেকে মৃত্যু অবধি তিনি লিখেছেন মনোমুগ্ধকর সব গল্প-উপন্যাস। তাঁর লেখা বইগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তাঁর তৈরি করা চরিত্র হিমু, মিসির আলি ও শুভ্র পাঠকদের গভীরভাবে প্রভাবিত করেছে। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে তিনি মারা যান।

বিশ্ব সহানুভূতি দিবস

প্রতিবছর ১৩ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব সহানুভূতি দিবস’ বা ‘ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে’। সমাজে পারস্পরিক সহমর্মিতা ও উদারতা বৃদ্ধির মাধ্যমে মানুষের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই দিবসের মূল লক্ষ্য।

১৯৯৭ সালে প্রথম জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয় ‘বিশ্ব শান্তি সম্মেলন’। সেখানে আমন্ত্রিত ছিলেন বিশ্বের জননেতারা। সেই সম্মেলনে গঠিত হয় ‘বিশ্ব সহানুভূতি আন্দোলন’ নামে একটি সংগঠন। ১৯৯৮ সালে এই সংগঠন প্রথম পালন করে ‘বিশ্ব সহানুভূতি দিবস’।

অপর দিকে যুক্তরাজ্যের লন্ডনের ওয়েস্টমিনস্টারের সংসদ ভবনের ক্লক টাওয়ারের সুবিশাল ঘড়ি, যার নাম বিগ বেন। ১৮৫৬ সালের ১৩ নভেম্বর পরীক্ষামূলকভাবে চালু হয় এই বিগ বেন।

আরও পড়ুন