সহজ ও কঠিন ধাঁধার বই
বইয়ের নাম: গণিত আর ধাঁধার রাজ্যে কিছুক্ষণ| লেখক: দিপু সরকার, মুহাম্মদ তাসনূদ আনোয়ার
ধাঁধা পছন্দ করে না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ধাঁধার রাজ্যে কিছুক্ষণ বইয়ে লেখক শুধু ধাঁধা ও তার সমাধানই দেননি, পাশাপাশি ধাঁধার সমাধান করার পথে কী কী কৌশল অবলম্বন করা হয়েছে এবং কীভাবেই–বা সেগুলো মাথায় আসতে পারে, এটাও বলা হয়েছে। এখানকার ধাঁধাগুলো কোনোটা খুবই সহজ–সরল, একবার দেখলেই পারা যাবে। আবার কোনোটা সমাধান করতে গিয়ে মাথার চুল ছিঁড়তেও হতে পারে। যদি কেউ মনে করেন ধাঁধা বা পাজলের সঙ্গে গণিতের তেমন একটা সম্পর্ক নেই, তবে এই বইটি তাঁর জন্য অবশ্যপাঠ্য। ধাঁধার সমাধান করতে গিয়ে গণিতের কত অলিগলিতে যে ঘুরতে হয়, সেটা এই বই পড়লে হাড়ে হাড়ে টের পাবেন। আর আপনার ভুল ধারণাটাও চিরতরে বদলে যাবে। ধাঁধা ও গণিতের এই মজার দুনিয়ার গল্পটা জানা যাবে এই বইয়ে।