নৌকাবাইচের প্রথম আন্তর্জাতিক আসর

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দল এই প্রতিযোগিতার শিরোপা জিতে নেয়
জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৭ আগস্ট ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

১৮৬৯ সালের ২৭ আগস্ট আয়োজিত হয়েছিল নৌকাবাইচের প্রথম আন্তর্জাতিক আসর। যুক্তরাজ্যের লন্ডনের টেমস নদীতে হয় এই প্রতিযোগিতা। সেবার যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দল এই প্রতিযোগিতার শিরোপা জিতে নেয়। তাদের প্রতিপক্ষ ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দল।

জিপার যেভাবে এল

জুতা আবিষ্কারের গল্প তো অনেকেই শুনেছ, কিন্তু তুমি কি জিপার আবিষ্কার নিয়ে জানো? আজ থেকে প্রায় ১৭০ বছর আগে ১৮৫১ সালে আবিষ্কার হয়েছিল ‘অটোমেটিক কন্টিনিউয়াস ক্লদিংস ক্লোজার’। জিপারের মতো দেখতে হলেও নামটা ছিল আলাদা। এলিয়াস হোয়ে নামের এক মার্কিন নাগরিক ওই সময় এই জিপারের পেটেন্ট পেয়েছিলেন। তবে সেটি এখনকার জিপারের মতো এত মসৃণ ছিল না। কোনো এক কারণে সেই ম্যানুয়াল জিপার ওই সময় বাজারজাত করেননি তিনি।

আজকের আধুনিক জিপার এসেছিল সুইডিশ-আমেরিকান প্রকৌশলী গিডিওন সানডব্যাকের হাত ধরে। ১৯১৩ সালে ডিজাইন করা এই জিপারের নাম দেন ‘সেপারেবল ফ্যাসনার’। এর এক বছর পর ১৯১৪ সালের আজকের দিনে এর পেটেন্ট চেয়ে আবেদন করেন তিনি। সেই সময় তিনি কাজ করছিলেন নিউ জার্সির ইউনিভার্সাল ফ্যাসনার কোম্পানিতে। পরে ১৯১৭ সালে গিডিওন সানডব্যাকে আধুনিক জিপারের পেটেন্ট লাভ করেন। যার ব্যবহার দেখা যায় বিশ্বব্যাপী।

আরও পড়ুন