লাখ টাকার পুরস্কার পেল কারা

লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও কিআ স্বেচ্ছাসেবকছবি: কিশোর আলো

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনভয় টেক্সটাইল লিমিটেডের সহযোগিতায় কিশোর আলো আয়োজন করেছে লাখ টাকার কুইজ। এই কুইজের বিজয়ীরা পাবে লাখ টাকার পুরস্কার। সারা দেশ থেকে হাজারো শিক্ষার্থী এই কুইজে অংশ নিয়েছে। পৃথিবীর সবচেয়ে সহজ কুইজে কে না অংশ নিতে চায়? কিশোর আলোর পাঠকেরা লাখ টাকার পুরস্কার পাওয়ার সুযোগ ছাড়তে চায়নি। প্রথম আলোর পাতায় ছাপা হওয়া এই কুইজ সারা দেশের শিশু-কিশোরেরা রীতিমতো উৎসব করে পাতা কেটে উত্তর পাঠিয়েছে।

কিআ কার্যালয়ে কুইজ জমা নেওয়ার জন্য দুটি বক্স রাখা ছিল। দেখা গেলো, এই বক্সগুলো কুইজের বন্যায় উপচে পড়েছে। বস্তা ভরে চিঠিয়ে সরিয়ে আনা হলো, পরদিন দেখা গেল আবারও বক্স ভরে গেছে। এভাবে বেশ কয়েকবার করার পর দেখা গেল অনেকগুলো বস্তা জমেছে।

এখন এগুলো ঠিকঠাক করা লাগবে। কিশোর আলোর ১০ জন ভলান্টিয়ার এই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিল। পাঠকদের মধ্যে কেউ চিঠির খামে কুইজ পাঠিয়েছে। কেউ খাম ছাড়া বক্সে ফেলে গেছে। সব কটি খাম খুলে কুইজ বের করতে হিমশিম খেয়ে গেল ভলান্টিয়াররা। সকাল থেকে খাম খোলা শুরু, শেষ হতে হতে সন্ধ্যা। মিটিং রুমের মেঝে ঢেকে গেল খোলা খামে। আর লম্বা টেবিল কানায় কানায় কুইজে পূর্ণ হয়ে গেছে।

বলছিলাম, কুইজে খুব সহজ প্রশ্ন ছিল। যেমন কিশোর আলোর জন্মদিন কত তারিখ? কিশোর আলোর সব পাঠক এর উত্তর জানে। সবাই টিক দিয়েছে ১ অক্টোবর। ১ অক্টোবরে টিক দিলেই সঠিক উত্তর চিহ্নিত করা হয়ে গেল। এভাবে কুইজের উত্তরের পাশাপাশি নাম–ঠিকানা লিখে পাঠিয়েছে কিআ পাঠক। নাম–ঠিকানার পাশে আমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। কিআতে কোন বিষয়ের লেখা পড়তে চাও? পাঠকেরা বিচিত্র সব বিষয়ে পড়তে চায়। কেউ পড়তে চায় উদ্ভিদজগৎ নিয়ে লেখা। কারও চাই ভূতের গল্প। বরাবরের মতো অনেকেই আরও কমিকস চায়। আসলে এত কমিকস চায় পাঠক, পুরো কিআর সব পাতা কমিকস দিয়ে ভরে ফেললেও চাওয়ার সবটুকু পূরণ হবে না। এ প্রশ্নের উত্তর কিশোর আলো খুব গুরুত্ব দিয়ে দেখছে। পাঠকের মতের গুরুত্ব সবার আগে। নিশ্চয়ই পাঠকের চাহিদা অনুযায়ী সামনে লেখার চেষ্টা করবে কিশোর আলো।

আরও পড়ুন

কিআর এগারতম প্রতিষ্ঠাবািষ৴কী উপলক্ষে নভেম্বর সংখ্যায় ছাপা হওয়া কুইজের বিজয়ীরা পাবে লাখ টাকার পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি ল্যাপটপ। দ্বিতীয় পুরস্কার একটি স্মার্টফোন। তৃতীয় পুরস্কার ২০ জন প্রত্যেকে এক হাজার টাকার বই। ২৪ অক্টোবর আয়োজিত হয়েছে এই প্রতিযোগিতার বিজয়ী নির্বাচনপর্ব। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচনের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও গবেষক আলতাফ পারভেজ, গবেষক কুর্‌রাতুল-আইন-তাহ্‌মিনা ও কথাসাহিত্যিক জাভেদ হুসেন; ছিলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, সহকারী সম্পাদক আদনান মুকিত ও সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের। আর কিআর স্বেচ্ছাসেবকেরা তো ছিলই। অনুষ্ঠানে একে একে তোলা হয় পাঠকদের পাঠানো কুপন। ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।

কিআ পাঠকেরা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছিল কুইজ প্রতিযোগিতার ফল জানার জন্য। অপেক্ষা ফুরাল। এখানে জেনে নাও বিজয়ীদের নাম। এনভয় টেক্সটাইলস লিমিটেডের সৌজন্যে দ্রুতই পুরস্কার পৌঁছে যাবে তোমাদের ঠিকানায়। বিজয়ীদের অভিনন্দন!

আরও পড়ুন

প্রথম পুরস্কার বিজয়ী

১টি ল্যাপটপ

প্রত্যয়ী রায়

সপ্তম শ্রেণি, কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা বিদ্যালয়, চট্টগ্রাম

দ্বিতীয় পুরস্কার বিজয়ী

১টি স্মার্টফোন

নাজিফা নাওয়াল

পঞ্চম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

তৃতীয় পুরস্কার বিজয়ী

প্রত্যেকে এক হাজার টাকার বই

মৃন্ময় সাহা

একাদশ শ্রেণি, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম

গোলাম মোর্শেদ

ষষ্ঠ শ্রেণি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা

মো. আব্দুল্লাহ ফাইয়াজ হাসান

একাদশ শ্রেণি, সানিডেইল, ঢাকা

ইসরাফিল

সপ্তম শ্রেণি, বিপুলাসার আহাম্মদ উল্যাহ উচ্চবিদ্যালয়, কুমিল্লা

ফারহান ইসলাম হোসাইন

ষষ্ঠ শ্রেণি, আমতলী স্টাফ ওয়েলফেয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

হাসান মাহমুদ

একাদশ শ্রেণি, মাহবুবুর রহমান কলেজ, ঢাকা

তানভীর মাহমুদ

অষ্টম শ্রেণি, ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা

ফিদা

দ্বাদশ শ্রেণি, মতিঝিল আইডিয়াল স্কুল, ঢাকা

তমাশ্রী নাহা

নবম শ্রেণি, বাওয়া স্কুল, চট্টগ্রাম

রাইয়ান মোস্তফা

চতুর্থ শ্রেণি, প্রয়াস স্কুল, চট্টগ্রাম

সামিউর রহমান

ষষ্ঠ শ্রেণি, আল-কাউছার স্কুল, চাঁদপুর

সিয়াম মিরাজ

অষ্টম শ্রেণি, ফয়দাবাদ উচ্চবিদ্যালয়, ঢাকা

উম্মে হাবিবা

সপ্তম শ্রেণি, বাজাপ্তী রমণী মোহন উচ্চবিদ্যালয়, চাঁদপুর

সৈয়দা শাফীন

চতুর্থ শ্রেণি, বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম

আলী মুহাম্মাদ সাফোয়ান

দ্বিতীয় শ্রেণি, নিউক্লিয়াস স্কুল, নারায়ণগঞ্জ

সাদিফ আহমেদ চৌধুরী

অষ্টম শ্রেণি, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম

তাসনিম আলম

দ্বাদশ শ্রেণি, গাজীপুর সরকারি মহিলা কলেজ, গাজীপুর

আদীনা জাহীন

ষষ্ঠ শ্রেণি, ব্লু-বার্ড হাইস্কুল অ্যান্ড কলেজ, সিলেট

আরও পড়ুন