গুপ্তখনির খোঁজে

সলোমনের গুপ্তধন হেনরি রাইডার হ্যাগার্ড-এর একটি ক্ল্যাসিক উপন্যাস। ১৮৮৫ সালে প্রকাশিত হয় জমজমাট উপন্যাসটি। বইটিতে আফ্রিকার একটি দুর্গম অঞ্চলে হারিয়ে যাওয়া সলোমনের খনি খোঁজার অভিযানের গল্প বলেছেন লেখক। প্রধান চরিত্র অ্যালান কোয়ার্টারমেন একজন সাহসী অভিযাত্রী। বন্ধুদের নিয়ে সেই খনির সন্ধানে বের হয়েছেন।

উপন্যাসটি শুধুই অ্যাডভেঞ্চার নয়; বন্ধুত্ব, ধনসম্পত্তির আকাঙ্ক্ষা এবং মানবিক সম্পর্কের গভীরতা নিয়েও আলোচনা করে এটি। হ্যাগার্ড স্থানীয় অধিবাসীদের সংস্কৃতি ও সমাজের চিত্র তুলে ধরেছেন। আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন দারুণভাবে।

সলোমনের গুপ্তধন একটি অবিস্মরণীয় উপন্যাস। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো, পড়ে ফেলতে পারো এই অসাধারণ বই।

লেখক: শিক্ষার্থী, সপ্তম শ্রেণি, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল

আরও পড়ুন