নতুন বছর এক বছরের বেশি টেকে না

কিশোর আলো জানুয়ারি ২০২৫প্রচ্ছদ: আরাফাত করিম

সম্পাদকীয় | জানুয়ারি ২০২৫  

শিবরাম চক্রবর্তী (১৯০৩–১৯৮০) ছিলেন রম্যরচনার অসাধারণ এক লেখক। নববর্ষ সম্পর্কে তাঁর একটা উক্তি আছে, ‘বহু বছরের কঠিন পরিশ্রমের পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, “নতুন বছর নতুন বছর” বলে খুব হইচই করার কিস্যু নেই। যখনই কোনো নতুন বছর এসেছে, এক বছরের বেশি টেকেনি...।’

আমরা ২০২৪ সাল থেকে ২০২৫-এ এসে পৌঁছালাম।

কিশোর-তরুণেরা ২০২৪ সালে আমাদের এনে দিয়েছে এক নতুন দিন। ২০২৫ সাল আমাদের জন্য সুন্দর হোক, নিরাপদ হোক, আমাদের শিশু-কিশোরেরা নিরাপদ থাকুক।

নতুন বছরের শুরুতে অনেকেই প্রতিজ্ঞা করেন ভালো কিছু করার। যেমন তুমি বলতে পারো, ইন্টারনেটে কম থাকব, বাইরের খাবার কম খাব বা দিনের পড়া দিনেই শেষ করব।

আর বড়দের প্রতিজ্ঞা হোক, আমরা ভালো দেশ গড়ব, ভালো পৃথিবী গড়ব। আইনস্টাইন বলেছেন, গতকালের থেকে শিক্ষা নাও, আজকের দিনটা যাপন করো আর আগামীকালের জন্য আশা ধরে রাখো।

২০২৫ গত বছরের থেকে শিক্ষা নিতে বলবে, ২০২৬-এর জন্য আশায় বুক বাঁধতে বলবে আর ২০২৫-এ করণীয় কাজগুলো ঠিকঠাকভাবে করার কথা মনে করিয়ে দেবে।

শুভ নববর্ষ।

আরও পড়ুন