তিন গোয়েন্দা এসেছে যে সিরিজ থেকে
দ্য থ্রি ইনভেস্টিগেটর্স
লেখক: রবার্ট আর্থার ও অন্যান্য
আমেরিকার রকি বিচে বসবাসকারী তিনজন কিশোর গোয়েন্দাকে নিয়ে সিরিজ। তাদের হেডকোয়ার্টার একটি স্যালভেজ ইয়ার্ডের পরিত্যক্ত মোবাইল হোমে। কী, পরিচিত লাগছে? হ্যাঁ, আমাদের দেশের তিন গোয়েন্দা যেখান থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, এটা সেই সিরিজ। ১৯৬৪ সালে দ্য সিক্রেট অব টেরর ক্যাসল দিয়ে সিরিজটি শুরু করেন রবার্ট আর্থার। ১০টি বই প্রকাশের পর তিনি মারা গেলে অন্য লেখকেরা আরও প্রায় ৫০টি বই লেখেন। তারপর সিরিজটি বন্ধ হয়ে যায়। তবে অনুমতি নিয়ে এই সিরিজের নতুন বই প্রকাশ পাচ্ছে জার্মান ভাষায়, জার্মানিতে। সেখানে প্রায় ২০০ বই বেরিয়েছে, এখনো বের হচ্ছে। সিরিজের কিছু উল্লেখযোগ্য বই দ্য মিস্ট্রি অব দ্য স্টাটারিং প্যারট, দ্য মিস্ট্রি অব দ্য হুইস্পারিং মামি, দ্য সিক্রেট অব স্কেলেটন আইল্যান্ড ইত্যাদি।
আরও পড়ুন