নাম শুনে নিশ্চয়ই একটু বিভ্রান্ত হচ্ছ, আমি বিস্কুট নাকি বিস্কুট বিক্রেতা, তা–ই না? জি! আমি বিস্কুটের কথা বলছি। আমি এতটা বিস্কুটপ্রিয় যে বিস্কুট ছাড়া আমার এক দিনও চলে না, ছোটখাটো আসক্তি বলা যায়। বিস্কুট মামা মানে বিস্কুটের সঙ্গে সেই ছোট্টবেলা থেকে নিবিড় বন্ধুত্ব। ছোটবেলায় আমি ভাতের সঙ্গেও বিস্কুট খেতাম, এমনকি এখনো মাঝেমধ্যে। বিস্কুট যে রকম হবে হোক, ভালো লেগে যায়। প্রতিদিন আমার মুখ পায় বিস্কুটের স্বাদ। জীবনে কত রকমের যে বাহারি বিস্কুট খেয়েছি। বিস্কুট আমার অন্যতম পছন্দের খাবার।
লেখক: শিক্ষার্থী, নবম শ্রেণি, চকরিয়া গ্রামার স্কুল, কক্সবাজার
আরও পড়ুন