পৃথিবী নিয়ে ভাবনা

অলংকরণ: সব্যসাচী চাকমা

আমি ও আমার কয়েকজন বন্ধু যখন ক্লাস ওয়ানে পড়ি, তখন আমরা পৃথিবী নিয়ে ভাবতাম। ভাবনাগুলো হলো :

১. ফাহিম: ফাহিম মনে করত, পৃথিবীটা একটি দানবের বাসায় থাকে এবং সেই দানবের শরীর থেকে প্রচুর আলো বের হয় (যেটা সূর্য)। রাতে সেই দানব ঘুমালে সেই আলোও নিভে যায়। কিন্তু সেই দানবের ঘরে সাত হাজার ওয়াটের একটি বাল্ব ছিল (যেটা চাঁদ নামে পরিচিত)।

২. জাহিদ: জাহিদ মনে করত, পৃথিবী একটি গ্রহ। কিন্তু সে ভাবত, এটাকে যদি অন্য কোনো গ্রহ ধাক্কা দেয়, তাহলে এখানে ভূমিকম্পের সৃষ্টি হয়। আর এটি যখন দৌড়ায়, তখন ঝড় তৈরি হয়।

৩. আমি: আমি মনে করতাম পৃথিবী একটা বড় দানব। এটির শরীরে আমরা ভাইরাসের মতো বসবাস করি। এটা যখন গোসল করে তখন বৃষ্টি হয়। যখন সাঁতার কাটে তখন বন্যা হয়।

লেখক: শিক্ষার্থী, সপ্তম শ্রেণি, চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া

আরও পড়ুন