হাতির স্মৃতিশক্তি কতটা প্রখর

হাতিপ্রতীকী ছবি: রয়টার্স

যা জানো: হাতিরা কখনো কিছু ভোলে না

ঘটনা আসলে যা: প্রাণিজগতের অন্যতম বুদ্ধিমান প্রজাতি হাতি। যাঁরা হাতি নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, তাঁদের ভাষ্যমতে জানা যায়, কেউ আঘাত করলে হাতি তাদের কথা মনে রাখে। ক্ষোভ পুষে রাখে মনে। অনেক বিজ্ঞানীর ধারণা, বিষয়টি হাতিদের বিশাল মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত। একটি প্রাপ্তবয়স্ক হাতির মস্তিষ্কের ওজন ১১ পাউন্ডের (প্রায় ৫ কেজি) মতো হয়। সে তুলনায় মানুষের মস্তিষ্কের ওজন হয় ৩ পাউন্ডের (প্রায় দেড় কেজি) মতো। পার্থক্যটা আকাশ-পাতাল! সত্যি বলতে, আর কোনো স্থলজীবী স্তন্যপায়ীর মস্তিষ্কই এত বড় হয় না। এ রকম আরেকটি অন্যতম বুদ্ধিমান প্রাণী ডলফিন। তাদের মস্তিষ্কের ওজনও ও রকম, ৩ পাউন্ডের মতো। শুধু প্রখর স্মৃতিই নয়, অনেক গবেষণায় দেখা গেছে, প্রাণিজগতের অন্যতম বুদ্ধিমান প্রজাতি হাতি।

আরও পড়ুন