কয়টি মুদ্রা ব্যবহার করতে হবে

অলংকরণ: রাকিব রাজ্জাক
অনেক আগে চীন দেশে ছিদ্রযুক্ত মুদ্রার প্রচলন ছিল। মুদ্রার ছিদ্রের আকার ও মুদ্রার আকার বিভিন্ন ধরনের হতে পারত। আর তাতেই তাদের দাম নির্ধারিত হতো। এখন মনে করো, মুদ্রার আসল নাম হলো চাইকা (চায়নিজ টাকা)। এখন তুমি একটা ছাগলছানা কিনতে চাও, যার দাম 11 চাইকা। তুমি যেটা জানো সেটা হলো, গোলাকার 11 মুদ্রার মান 15 চাইকা, বর্গাকার 11 মুদ্রার মান 16 চাইকা, ত্রিভুজাকার 11 মুদ্রার মান 17 চাইকা। বলতে হবে, কোন মুদ্রা কয়টি ব্যবহার করতে হবে?
আরও পড়ুন