ফ্রান্সের স্বাধীনতা দিবস

জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৪ জুলাই, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

আজ ১৪ জুলাই ফ্রান্সের স্বাধীনতা দিবস। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ আজকের সুগঠিত ফ্রান্স শুরুতে এমন ছিল না। ১৮ শতকের সে সময়ে জনসাধারণের ওপর দীর্ঘদিন ধরে চলে শোষণ, অন্যায়, অত্যাচার, অতিরিক্ত কর আদায়। আর এ থেকে ঘটে ফরাসি বিপ্লব। প্রায় ১ হাজার ১৫০ বছর রাজতন্ত্রের অধীনে থাকার পর প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রার মাধ্যমে ফ্রান্স স্বাধীনতার দেখা পায়। ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে স্বাধীনতার দিকে এগিয়ে যায় ফ্রান্স। তাই এই দিনকেই স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে দেশটি।

আজ সুইডিশ চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার ইংমার বারিমানের জন্মদিন। অনেক বিশেষজ্ঞের মতে, তিনি এযাবৎকালে যত চলচ্চিত্রকার জন্ম নিয়েছেন, তাঁদের মধ্যে সেরাদের একজন। ‘দ্য সেভেনথ সিল’ (১৯৫৭), ‘ওয়াইল্ড স্ট্রবেরিস’ (১৯৫৭), ‘থ্রু আ গ্লাস ডার্কলি’ (১৯৬১) ইত্যাদি অসাধারণ সিনেমা এই গুণী পরিচালকের সৃষ্টি।

আরও পড়ুন