জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১১ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
ডায়াবেটিসের মতো কঠিন রোগের জন্য ১৯২২ সালের এই দিনে মানবদেহে প্রথম ইনসুলিন ব্যবহার করা হয়। ১৯৭১–এর রক্তক্ষয়ী ৯ মাসের যুদ্ধে বিজয় লাভের পর ১৯৭২ সালের এই দিনে মঙ্গোলিয়া ও পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
১১ জানুয়ারি ব্রিটিশ ভারতের সাবেক গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড কার্জনের জন্মদিন। তিনি গভর্নর জেনারেল ও ভাইসরয় হিসেবে ১৮৯৯ থেকে ১৯০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। সেই সঙ্গে বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে দুটি প্রদেশ করার মাধ্যমে ১৯০৫–এর বঙ্গভঙ্গের পেছনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এই দিনে আমরা বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্বকেও হারিয়েছি, যাঁদের মধ্যে আছেন পর্বতারোহী এবং অভিযাত্রী এডমন্ড হিলারি (২০০৮), প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম (২০১৫) এবং বিশ্বের সাবেক ১ নম্বর ব্যাটসম্যান কলিন ম্যাকডোনাল্ড (২০২১)